এ দিকে, সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনও ঘটনা ভাইরাল হতে সময় নেয় না। তা সে বিয়ের কোনও মজার ঘটনা হোক বা অন্য কোনও ঘটনা। ঠিক সেভাবেই এ বারেও দিদির বিয়েতে বোনের মারকাটারি নাচের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। ভিডিওতে দেখা গিয়েছে, সাদা লেহেঙ্গায় এক যুবতী তাঁর নাচের ছন্দে স্টেজে ঝড় তুলেছেন। মিউজিক সিস্টেমে বাজছে টেন্ডিং 'বিজলি বিজলি' গান।
advertisement
আরও পড়ুন: রেলস্টেশনে বসে ডিজিট্যাল ভিক্ষুক! ফোন পে-গুগল পে'তে অ্যাকাউন্টে যাচ্ছে টাকা! দেখুন কাণ্ড...
দেখুন সেই ভিডিও...
জানা গিয়েছে, নাচের ছন্দে যিনি দিদির বিয়েতে ঝড় তুলেছেন তিনি নিকিতা কাপুর। স্টেজে নাচার সময়ে নিকিতার এনার্জি নজর কেড়েছে সকলের। তাঁর নাচ দেখার পরে এ কথা বুঝতে বাকি থাকে না, তিনি তিনি যথেষ্ট পটু। ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে 'fabwedding' নামের একটি পেজ থেকে। ভিডিওটি পোস্ট করার পর থেকে তাঁকে শুভেছছার বন্যার ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
