TRENDING:

Viral Video|| দিদির বিয়েতে ট্রেন্ডিং 'বিজলি' গানে বোনের এনার্জিতে ভরপুর পারফর্মেন্স, মুহূর্তে ভাইরাল ভিডিও...

Last Updated:

Wedding Viral Video: নাচের ছন্দে যিনি দিদির বিয়েতে ঝড় তুলেছেন তিনি নিকিতা কাপুর। স্টেজে নাচার সময়ে নিকিতার এনার্জি নজর কেড়েছে সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইরাল ভিডিও: বিয়ের মরসুম চলছে। বিয়ে বাড়ি মানেই ব্যাপক মজা, হই-হুল্লোড়, নাচ-গান, দেদার মজা। বিশেষ করে অবাঙালি বিয়েতে ব্যাপ নাচগানের চল রয়েছে। মেহেন্দি থেকে সঙ্গীত, বিয়ের অনুষ্ঠান বা রিসেপশন সবেতেই বসে নাচ-গানের আসর। সেখানে পারফর্ম করার জন্য কোরিওগ্রাফার পর্যন্ত রাখা হয়। ফলে পরিবারের সকলে মিলে অনুশীলনের পরে অনুষ্ঠানের মঞ্চে ঝড় তোলেন।
advertisement

এ দিকে, সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনও ঘটনা ভাইরাল হতে সময় নেয় না। তা সে বিয়ের কোনও মজার ঘটনা হোক বা অন্য কোনও ঘটনা। ঠিক সেভাবেই এ বারেও দিদির বিয়েতে বোনের মারকাটারি নাচের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।  ভিডিওতে দেখা গিয়েছে, সাদা লেহেঙ্গায় এক যুবতী তাঁর নাচের ছন্দে স্টেজে ঝড় তুলেছেন। মিউজিক সিস্টেমে বাজছে টেন্ডিং 'বিজলি বিজলি' গান।

advertisement

আরও পড়ুন: রেলস্টেশনে বসে ডিজিট্যাল ভিক্ষুক! ফোন পে-গুগল পে'তে অ্যাকাউন্টে যাচ্ছে টাকা! দেখুন কাণ্ড...

দেখুন সেই ভিডিও...

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জানা গিয়েছে, নাচের ছন্দে যিনি দিদির বিয়েতে ঝড় তুলেছেন তিনি নিকিতা কাপুর। স্টেজে নাচার সময়ে নিকিতার এনার্জি নজর কেড়েছে সকলের। তাঁর নাচ দেখার পরে এ কথা বুঝতে বাকি থাকে না, তিনি তিনি যথেষ্ট পটু। ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে 'fabwedding' নামের একটি পেজ থেকে। ভিডিওটি পোস্ট করার পর থেকে তাঁকে শুভেছছার বন্যার ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|| দিদির বিয়েতে ট্রেন্ডিং 'বিজলি' গানে বোনের এনার্জিতে ভরপুর পারফর্মেন্স, মুহূর্তে ভাইরাল ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল