TRENDING:

Blade Shape: ব্লেডের মাঝে কেন থাকে এমন ফাঁক, কারণ সত্যি অবাক করে দেওয়ার মতো

Last Updated:

Blade Shape: গোটা বিশ্বের অনেক সংস্থাই ব্লেড তৈরি করে। কিন্তু কখনও ব্লেডের নকশার কোনও পরিবর্তন হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: আবিষ্কারের পরের থেকে ব্লেডের মাঝে ফাঁকা জায়গা রয়েছে। গোটা বিশ্বের অনেক সংস্থাই ব্লেড তৈরি করে। কিন্তু কখনও ব্লেডের নকশার কোনও পরিবর্তন হয়নি। এর পিছনে রয়েছে অবাক করে দেওয়া কারণ।
ব্লেডের নকশা
ব্লেডের নকশা
advertisement

শুধুমাত্র শেভ করার জন্য ১৯০১ সালে জিলেট কোম্পানির প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট উইলিয়াম নিকারসনের সহায়তায় ব্লেড তৈরি করেছিলেন। জিলেট কোম্পানি ব্লেডের পেটেন্ট নিয়েছিল। ১৯০৪ সাল থেকে ব্লেড পুরোদমে তৈরি করতে শুরু হয়। সেই সময়ে ব্লেড শুধুমাত্র শেভ করার জন্য ব্যবহার করা হত। এমনভাবে খালি জায়গা এবং নকশা তৈরি করা হয়েছিল, যাতে এটি শেভিং রেজারের বোল্টে ঠিকভাবে ফিট হয়।

advertisement

পরবর্তী কালে অনের সংস্থাই ব্লেড তৈরি করতে শুরু করে। কিন্তু সেই সময়ে ব্লেড একমাত্র শেভিং রেজারেই ব্যবহার করা হত। আর সেই সময়ে শেভিং রেজার একমাত্র জিলেট কোম্পানি তৈরি করত। ফলে সব সংস্থাই জিলেটের নকশা অনুযায়ী ব্লেড তৈরি করত। কারণ অন্য কোনও নকশায় ব্লেড তৈরি হলে সেটি শেভিং রেজারে ফিট নাও হতে পারত।

advertisement

আরও পড়ুন,  শরীর থেকে বের হল ব্লেড, একরত্তি শিশুর প্রাণ বাঁচাল কলকাতার NRS হাসপাতাল

আরও পড়ুন,  চেয়ার', 'টেবিল'-এর বাংলা কী? জানেন না বেশির ভাগ বাঙালিই

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তারপর থেকে সেই চল এখনও চলে আসছে। ব্লেডের নকশায় নতুন করে আর কোনও পরিবর্তন হয়নি। এখন বহু সংস্থাই ব্লেড তৈরি করে। কিন্তু জিলেটের সেই পুরনো নকশা অনুযায়ীই ব্লেড তৈরি হয়ে আসছে। বর্তমানে প্রতিদিন এক মিলিয়নেরও বেশি ব্লেড তৈরি হয়। প্রত্যেকটি ব্লেডের আকার এবং আয়তন একই হয়ে থাকে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Blade Shape: ব্লেডের মাঝে কেন থাকে এমন ফাঁক, কারণ সত্যি অবাক করে দেওয়ার মতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল