TRENDING:

মায়ের সঙ্গে গভীর বনে রাতের অন্ধকারে ঘুরছে কালো রঙের বাঘের ছানা! বিরল ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে

Last Updated:

Black Tiger: শাবকটি নিখুঁত ডোরাকাটা নয়৷ তার দেহে কালোর আধিক্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঘিনীর সঙ্গে গভীর বনে ঘুরে বেড়াচ্ছে তার শাবক৷ এরকম ছবি আগেও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়৷ এবার দেখা দলে বাঘিনীর সঙ্গে ঘুরছে কালো রঙের শাবক! ফুটেজ দেখে বোঝা যাচ্ছে রাতের অন্ধকারে লুকোনো ক্যামেরায় ধরা পড়েছে মা-শাবক৷ মা দিব্যি ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার৷ সঙ্গের শাবকটি নিখুঁত ডোরাকাটা নয়৷ তার দেহে কালোর আধিক্য৷ তারা বেশ কৌতূহলী হয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসে৷ কিছুটা মন দিয়ে দেখে আবার সরে যায় সেখান থেকে৷ চলে যায় ফ্রেমের বাইরে৷ শাবকের সঙ্গে অতন্দ্র প্রহরী মা৷ এক মুহূর্তও কাছছাড়া করে না শাবককে৷
 শাবকের সঙ্গে অতন্দ্র প্রহরী মা৷ এক মুহূর্তও কাছছাড়া করে না শাবককে
শাবকের সঙ্গে অতন্দ্র প্রহরী মা৷ এক মুহূর্তও কাছছাড়া করে না শাবককে
advertisement

এই ভিডিও শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা৷ তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন কালো বাঘ দেখা খুবই দুর্লভ ও বিরল ঘটনা৷ কিন্তু শাবকটি কেন কৃষ্ণকায়? সে কথাও জানিয়েছেন সুশান্ত৷ ট্যুইট করেছেন, ‘‘আমি নিশ্চিত আপনারা কোনওদিন গভীর বনে বাঘিনীর সঙ্গে কালো রঙের শাবককে দেখেননি৷’’

সুশান্ত জানিয়েছেন বাঘের ছানাটি ‘অ্যাবান্ডিজম’ অসুখের শিকার৷ পিগমেন্টেশনগত এই ত্রুটির জন্য বাঘের শাবকের গায়ে কালো রঙের প্রভাব বেশি দেখা যায়৷ বিরল এই অবস্থার পিছনে দায়ী মেলানিনই, জানিয়েছেন আইএফএস অফিসার সুশান্ত৷ সিউডোমেলানিজম নামে জিনগত এই ত্রুটির শিকার হয়েছে ওড়িশার সিমলিপাল অরণ্যের বাঘরা৷ জিনগত এই রহস্য উদঘাটন করার জন্য গবেষণাও চালিয়েছেন বিজ্ঞানীরা৷

advertisement

আরও পড়ুন : ইভটিজিংয়ের শাস্তি! ঝড়ের বেগে ২০ সেকেন্ডে ৪০ বার চটির মার, দেখুন ভাইরাল ভিডিও

আরও পড়ুন :  এক বিশেষ পেশার যুবকদের যোগাযোগ করতে নিষেধ! সংবাদপত্রে প্রকাশিত বিয়ের বিজ্ঞাপন ভাইরাল

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আইএফএস অফিসার সুশান্তর শেয়ার করা ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷ কেউ ভেবেছেন বাঘের ছানা বুঝি ক্যামোফ্ল্যাজ করেছে৷ কারওর প্রশ্ন, ওড়িশার বাঘের মধ্যে এই বৈশিষ্ট্য কেন দেখা যায়? কালো রঙের বাঘের ছানার ভিডিও ইতিমধ্যেই ৬ হাজারের বেশি ভিউজ পেয়েছে৷ সামাজিক মাধ্যমে লাইক এসেছে অগণিত৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মায়ের সঙ্গে গভীর বনে রাতের অন্ধকারে ঘুরছে কালো রঙের বাঘের ছানা! বিরল ভিডিও ভাইরাল ঝড়ের গতিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল