আরও পড়ুন-কঠিনতম ধাঁধা! ১৩ সেকেন্ডের মধ্যে খুঁজতে হবে নীল চোখের শিয়াল, পারবেন কি আপনি?
“হামেশাই তো আর ১২ ইঞ্চি লম্বা নখের লোকজন দেখতে পান না! লম্বা নখ থাকার সবচেয়ে ভালো বিষয়টা হ'ল মানুষের কাছ থেকে ‘মনোযোগ’ পাওয়া যায়,” ট্রুলি'স ইউটিউব চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন কর্ডেলিয়া। কর্ডেলিয়া নিজে একজন নখ প্রযুক্তিবিদ হিসাবেই কাজ করেন। TikTok-এ লম্বা নখ নিয়েও নিজের রোজের কাজ করার ভিডিও শেয়ার করেন তিনি। লক্ষ লক্ষ মানুষ কর্ডেলিয়ার ভিডিও দেখেন। কর্ডেলিয়া জানান, মহামারী চলাকালীন শুধুমাত্র মজা করার জন্য TikTok-এ যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ১৭ মিলিয়নেরও বেশি ভিউ হয় ওই ভিডিওতে। সাধারণ হাত ধোয়ার ভিডিও ক্লিপ এত জনপ্রিয় হতে পারে কর্ডেলিয়া ভাবেননি।
advertisement
আরও পড়ুন- চোখ, মাড়ি, এমনকি পুরুষাঙ্গেও ট্যাটু! দেখুন সবচেয়ে বেশি ট্যাটুর গিনেস রেকর্ড জয়ীকে
যদিও সব ‘মনোযোগ’ই আনন্দের হয় না কর্ডেলিয়ার কাছে। কর্ডেলিয়া জানান, লম্বা নখ সম্পর্কে সবচেয়ে খারাপ জিনিস হল, লোকজন নানা ‘অসম্মানজনক’ প্রশ্ন জিজ্ঞাসা করেন৷ কর্ডেলিয়া জানান, প্রতিদিনের কাজে নখ যাতে বাধা না হয়ে ওঠে তার জন্য আঙ্গুলের ডগার পরিবর্তে আঙুলের গাঁট ব্যবহার করেন।
তবে লোকে যাই বলুক, কর্ডেলিয়া নিজের নখ নিয়ে খুশি এবং নিজে কখনও নখ কাটতে চান না। “আর কখনই নখ ছোটো করার কথা ভাবব না,” বলেন কর্ডেলিয়া।