আরও পড়ুন- প্রধানমন্ত্রীকে রাজনীতির প্রশ্ন করা আমার কাজ নয়: ২০১৯-এর আড্ডা বিষয়ে অক্ষয় কুমার
একটি প্রাইভেট ফার্মে কাজ করেন ক্ষমা। তিনি জানিয়েছেন, এর আগে এরম কেউ নিজেই নিজেকে বিয়ে করেছেন কী না সেই বিষয়ে গুগলেও সার্চ করেন তিনি, অন্য নানাভাবেও খোঁজ করার চেষ্টা করেন। তবে এমন কোনও উদাহরণই তাঁর সামনে নেই। ক্ষমার বিশ্বাস তাঁর বিয়ে ভারতে “আত্মপ্রেমের” এবং সোলগ্যামির প্রথম উদাহরণ হতে পারে। “সম্ভবত আমিই প্রথম যে আমাদের দেশে আত্মপ্রেমের উদাহরণ স্থাপন করব।”
advertisement
স্ব-বিবাহের তাৎপর্য বোঝাতে ক্ষমার যুক্তি, নিজের প্রতি নিজের প্রতিশ্রুতি পালন এবং এটি ‘স্ব-গ্রহণযোগ্যতার একটি ভঙ্গি’। ক্ষমা আরও জানান, মানুষ কাউকে ভালোবাসলে তাঁকেই বিয়ে করে। ক্ষমা নিজেকে ভালোবাসেন তাই নিজেকে বিয়ে করবেন!
ক্ষমা আরও জানান, তাঁর নিজের নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত কিছু মানুষের কাছে অপ্রাসঙ্গিক হতে পারে। ক্ষমা বলেন, “আমি আসলে যেটা বোঝাতে চাইছি তা হল মহিলারা গুরুত্বপূর্ণ।” ক্ষমা জানান, তাঁর বাবা মা অত্যন্ত খোলা মনের মানুষ, তাঁরা এই বিয়েতে সম্মতিও দিয়েছেন।
আরও পড়ুন- প্রধানমন্ত্রী মোদি আমায় শিখিয়েছিলেন খিচুড়ি কীভাবে রাঁধতে হয়: বিজেপি নেতার স্ত্রী
ক্ষমা জানিয়েছেন, নিজেই নিজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন, নিজেই নিজেকে সিঁদুর পরাবেন। আগামী ১১ জুন বিয়ে করবেন তিনি। বর বাদে, তাঁর বিয়েতে এমন সমস্ত কিছুই ঘটবে যা সাধারণ বিয়েতে দেখা যায়। বিয়েতে নিজেই নিজের জন্য পাঁচটি অঙ্গীকারও করবেন। এখানেই শেষ নয়, নিজের সঙ্গে নিজেই হানিমুনেও যাবেন তিনি। বিয়ে করেই দুই সপ্তাহের গোয়াতে মধুচন্দ্রিমা কাটাবেন ক্ষমা! ক্ষমার এই আজব বিয়ের কথা শুনে কেউ কেউ তাজ্জব! কেউ কেউ আনার মনে করছেন নার্সিসিজমের চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলে এমন কাজ অসম্ভব!