বিশ্বাস করে উঠতে পারবেন না অনেকেই, অনেকে হেসে পর্যন্ত ফেলতে পারেন, কিন্তু মিশিগানের ভিনস ভিলেগাসের সঙ্গে তো ঠিক এমনটাই হয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদন বলছে যে তাঁর এক বন্ধু এয়ারবিএনবি-র মাধ্যমে নিজের প্রপার্টি হোটেল হিসেবে ভাড়া দিয়েছিলেন। যা দেখাশোনা করতেন ভিনস ভিলেগাস। এত দিন সব কিছুই চলছিল ঠিকঠাক ভাবে। সম্প্রতি যে অতিথি এলেন, তাঁর কাণ্ড দেখেই চোখ কপালে উঠেছে সবার, ভিনস ভিলেগাসের তো বটেই!
advertisement
জানা গিয়েছে যে চেক আউটের পরে ভিনস ভিলেগাস যখন ঘরদোর ঠিকঠাক আছে কি না দেখতে যান, তখনই তাঁর বিস্ময়ের অন্ত থাকে না। জানলার কাচ, ঘরের দেওয়াল জুড়ে আঁকা নানা অদ্ভুত ছবি, এমনকি স্যুইচবোর্ডটা অব্দি বাদ যায়নি, সেটাও রেঙে উঠেছে ভাড়াটের মনের মাধুরীতে। ভিনস ভিলেগাসের বক্তব্য, প্রথমে এগুলোকে তাঁর ধর্মীয় কোনও কৃত্যের আলপনা বলে মনে হয়েছিল। যাই হোক, এদিকে ঘরের আসবাবপত্রের খোঁজ নেই! উঁহু, ভাড়াটে তা লোপাট করে দেননি, কেবল বের করে দিয়েছেন বাড়ির বাইরে, ছবি আঁকতে সুবিধে হবে বলে।
সব দেখে মুষড়ে তো পড়েছিলেনই ভিনস ভিলেগাস, এ সব নোংরা সাফ করে ঘর আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে তাঁর ২.৫ লক্ষ খরচ হয়েছে বলে জানা গিয়েছে। কোথায় ভাড়াটের কাছ থেকে পাওয়া টাকা গুণে মুখে হাসি ফুটবে, তা নয়, এ তো ভাড়াটে এনে পয়সার শ্রাদ্ধ! শুধু কী তাই, জানা গিয়েছে যে ঘর ছেড়ে যাওয়ার আগে ওই ভাড়াটে ৮৫ হাজারের একটা বিলও ধরিয়েছেন ভিনস ভিলেগাসের হাতে। ওটা না কি তাঁর পরিষেবার খরত, ভিনস ভিলেগাসের একঘেয়ে ঘরকে যে তিনি ছবিতে ভরিয়ে সুন্দর করে তুলেছেন!
বলে রাখা ভাল, ভাড়াটে ঘর কিন্তু সহজে ছাড়তে চাননি। চেক আউটের সময় পেরিয়ে যাওয়ার বহু পরে, সঠিক ভাবে বললে ৫ ঘণ্টা পরে ভিনস ভিলেগাস পুলিশ ডাকতে বাধ্য হন! এর পরেও আরও ২ ঘণ্টা সময় চেয়েছিলেন ওই ভাড়াটে, মাত্র আধঘণ্টা মঞ্জুর করা হয়। তার পরেই ওই ঘরে ছবি দেখা এবং ৮৫ হাজারের বিল ধরানোর ঘটনা ঘটে!
ভাড়াটের আঁকা ছবি এবং ঘটনার বিশদ টিকটকে প্রকাশ করেছেন ভিনস ভিলেগাস। ইউজাররাও যে ছবি দেখে মুগ্ধ হয়েছেন, তা তাঁদের কমেন্ট বলছে না।