TRENDING:

Bizarre News: ১৭ বছর পর্যন্ত ছিলেন মেয়ে, আচমকা বন্ধ হল পিরিয়ড! পেটে যা দেখা গেল, আঁতকে উঠলেন ডাক্তাররা! ১৭ বছরের পরিচয় বদলে গেল মুহূর্তে

Last Updated:

Bizarre News: জন্ম থেকেই মেয়ে হিসেবে লালিত হওয়া সত্ত্বেও, মেডিক্যাল পরীক্ষার সময় সে জিনগতভাবে পুরুষ, সেই ঘটনাই প্রকাশ্যে এসেছে। পিরিয়ড না হওয়ার প্রায় দু'মাস আগে এসআরএন হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি, তখনই বুঝতে পারেন তিনি বিরল রোগের শিকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রয়াগরাজ: স্বরূপ রানি নেহরু (এসআরএন) হাসপাতালের চিকিৎসকরা মির্জাপুরের ১৭ বছর বয়সী এক মেয়ের শরীরে এক বিরল শারীরিক জটিলতা শনাক্ত করেন। জন্ম থেকেই মেয়ে হিসেবে লালিত হওয়া সত্ত্বেও, মেডিক্যাল পরীক্ষার সময় সে জিনগতভাবে পুরুষ, সেই ঘটনাই প্রকাশ্যে এসেছে। পিরিয়ড না হওয়ার প্রায় দু’মাস আগে এসআরএন হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি, তখনই বুঝতে পারেন তিনি বিরল রোগের শিকার।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

প্রশ্ন হল, শৈশবে থেকে মেয়ে হিসেবে লালিত-পালিত এবং নারী দেহের অধিকারী এই মেয়েটি কীভাবে ছেলে হিসেবে ধরা পড়ল? পুরো বিষয়টি কী যা ডাক্তাররাও বিভ্রান্ত! প্রায় দুই মাস আগে, মেয়েটি পিরিয়ড না হওয়ায় হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে গিয়েছিল। আল্ট্রাসাউন্ড এবং অন্যান্য পরীক্ষার পর ফলাফল ছিল চমকে দেওয়া। রিপোর্টে জানা যায়, মেয়েটির পেটের মধ্যে অণ্ডকোষ ছিল, কিন্তু জরায়ু ছিল না। বাহ্যিকভাবে নারী হিসেবে লালিত-পালিত হওয়া সত্ত্বেও, তার অভ্যন্তরীণ অঙ্গগুলি পুরুষ প্রজনন অঙ্গের মতো।

advertisement

আর পড়ুনঃ ১৫ দিনেই এক ঢাল ঘন, কালো, ঝলমলে চুল! ‘এই’ পাতা ব্যবহার করুন বিশেষ পদ্ধতিতে, পুজোর আগেই ম্যাজিক ফল

আর পড়ুনঃ অপরূপ সৌন্দর্য আনাচকানাচে, কিন্তু ভারতের ‘এই’ রাজ্যেই সবচেয়ে বেশি সাপের বাস! কোন রাজ্য বলুন তো?

ডাক্তাররা বলেন, মেয়েটি অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম (AIS)-এ ভুগছে। এই অবস্থা তখন ঘটে যখন শরীর, জিনগতভাবে পুরুষ হওয়া সত্ত্বেও, পুরুষ হরমোনের (অ্যান্ড্রোজেন) প্রভাব গ্রহণ করে না এবং ব্যক্তি শারীরিকভাবে একজন মহিলা হিসেবে পূর্ণতা লাভ করেন। ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ শিরীষ মিশ্র বলেন, “এটি একটি বিরল আন্তঃলিঙ্গিক অবস্থা। শরীর একজন মহিলা হিসেবে বিকশিত হয়, কিন্তু জিনগত বৈশিষ্ট্য পুরুষের মতো। এই ধরনের রোগীরা সঠিক চিকিৎসা এবং পরামর্শের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। ক্যানসারের মতো মারণ রোগ যাতে থাবা না বসায়, তাই জটিলতা এড়াতে, ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে অনুন্নত পুরুষ অঙ্গগুলি শরীর থেকে বাদ দিয়ে দেন চিকিৎসক। বর্তমানে ওই কিশোরী চিকিৎসক অনুভা শ্রীবাস্তবের তত্ত্বাবধানে রয়েছে, শুরু হয়েছে তাঁর হরমোন থেরাপি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মনোরোগবিদ্যা বিভাগে পরামর্শের সময়, কিশোরী স্পষ্টভাবে বলেছে সে একজন মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং সেভাবেই তার জীবনযাপন করতে চায়। তার পরিবার তার সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেছে এবং ডাক্তাররা বলেছেন যে এই সমর্থন তার আত্মবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bizarre News: ১৭ বছর পর্যন্ত ছিলেন মেয়ে, আচমকা বন্ধ হল পিরিয়ড! পেটে যা দেখা গেল, আঁতকে উঠলেন ডাক্তাররা! ১৭ বছরের পরিচয় বদলে গেল মুহূর্তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল