হনুমান বুদ্ধিমান। তাই বুদ্ধিদীপ্ত নানা কাজের নমুনা প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসে। মানুষের মতো না হলেও, বাঁদরের মস্তিষ্ক উন্নত। তাই কোন সময় কী করা উচিত, তা তাদের জানা। এ বার তেমনই একটি ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরভূমের নলহাটি থানার লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে আহত একটি ছোট হনুমান নিজেই হাসপাতালে পৌঁছে যায় চিকিৎসা করাতে।
advertisement
আরও পড়ুনঃ ত্রয়োদশীতে বড় খবর! বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, অবশেষে বিয়ের তারিখ ফাঁস
হাসপাতাল কর্মীদের একাংশ জানিয়েছেন, বাঁদরটি আহত। চিকিৎসার জন্যই হাসপাতালে এসে ঘুরছিল গেটের আশেপাশে। তাই দেরী না করে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা বানরটিকে হাসপাতালের ভেতরে নিয়ে যান। সেখানে ক্ষতগুলো পরিষ্কার করে প্রয়োজনমতো ওষুধ দেন। খবর দেওয়া হয় বন দফতরে। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, বাঁদরটির হাতে ক্ষত ছিল, ড্রেসিং করে দেওয়া হয়। খবর দেয়া হয় বন দফতরে। তবে আহত বাঁদরের বাচ্চাটি যেভাবে নিজের চিকিৎসা করাতে নিজেই হাসপাতাল খুঁজে নিয়েছে এ ঘটনা যথেষ্ট অবাক করেছে।
প্রসঙ্গত, এর আগেও বীরভূমে এক বানরের কীর্তিতে শোরগোল ফেলে দিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছিল গোটা দেশজুড়ে ঠিক এরকমই এক আহত বানর নিজেই গিয়েছিল ওষুধের দোকানে চিকিৎসা করাতে এবং সেই মতো ওষুধের দোকানদার তার চিকিৎসাও করে। প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বীরভূমে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি যথেষ্ট অবাক হওয়ার মতো। একটি হনুমান, সেও জানে যে কোথায় গেলে চিকিৎসা পাওয়া যাবে। বানরটি দরকার পড়লে কোনও বাড়িতে যেতে পারত। কিন্তু তা না করে একদম হাসপাতালের চিকিৎসকের সামনে হাজির হয়। উল্লেখ্য, বনদফতর হনুমানটিকে উদ্ধার করেছে। সেখানেই তাকে সুস্থ করার হচ্ছে।
Supratim Das