আরও পড়ুন– চার বছর পর কেমন হবে পৃথিবী? টাইম ট্রাভেল করে এসে জানালেন এই ব্যক্তি
বিশ্বের প্রতিটি শহরে প্রচুর পরিমাণে ইঁদুর বেড়েই চলেছে। তবে আর একটি জায়গা যেন বিশ্বে ইঁদুরের রাজধানী হয়ে উঠেছে। আর সেটা হল নিউ ইয়র্ক সিটি। এই শহরে এক সময় প্রায় ৩ কোটিরও বেশি ইঁদুর দেখা যেত। আর নতুন পরিসংখ্যানে অবশ্য দেখা যাচ্ছে যে, ইঁদুরের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তবে হামেশাই ইঁদুর দেখা যায়। নিউ ইয়র্কের আশপাশের বেশ কিছু কুখ্যাত জায়গায় সন্ধান করা হয়েছে। যেখানে অদ্ভুত ভাবে বিশালাকার ইঁদুরের নমুনা দেখা গিয়েছে। একবার ম্যানহাটন থিয়েটার এবং বারে গ্রেড-এ হেলথ ইনস্পেকশন চলছিল। সেই সময়ই জানলার কাছে একটি ইঁদুরের দর্শন মিলেছিল। আর তারপর থেকেই নিউ ইয়র্কের ইঁদুর খবরের শিরোনামে উঠে এসেছে। ইঁদুরের সেই ক্যামিও উপস্থিতি নিমেষের মধ্যে টিকটকে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, যখনই ইঁদুরটি বুঝতে পারে যে তাকে দেখার জন্য ভিড় জমে গিয়েছে, তখনই সে জানলার কার্নিশ থেকে নেমে একটি গাছের টবের নীচে সেঁধিয়ে যায়।
advertisement
আরও পড়ুন-রাশি বদলাবেন রাহু, কেতু; খুব সতর্ক থাকতে হবে এই চার জাতক-জাতিকাকে
বছর কয়েক আগে এক ভয়ঙ্কর বিশালাকার ইঁদুরের দেখা মিলেছিল নিউ ইয়র্কে। এর আকার ছিল অনেকটা কুকুরছানার মতো। রিপোর্ট বলছে, সারা বিশ্বের মধ্যেই সবথেকে বড় ইঁদুর ছিল সেটি। ফেসবুকে পোস্ট হওয়া ছবিতে দেখা গিয়েছিল, ইঁদুরটি প্রায় ৪ ফুট লম্বা। এখানেই শেষ নয়, ২০১৫ সালে গ্রীষ্মের শেষ দিকে নিউ ইয়র্কের লোয়ার ইস্ট সাইডে দেখা গিয়েছিল একটি উঁচু মাচা থেকে ঝোলানো রয়েছে দু’টি বিশালাকার ইঁদুর। আবার চলতি বছরের গোড়ার দিকে এক টিকটক ব্যবহারকারী একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, ঘুমিয়ে রয়েছেন এক যাত্রী। আর তাঁর শরীরে দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছে একটি দৈত্যাকার ইঁদুর। এর পরে নিউ ইয়র্কের বহু বাসিন্দাই ইঁদুরের বিশাল আয়তনের বিষয়ে কথা বলেন। প্রায় এক দশক আগে একটি জুতোর দোকানে একটি ৩ ফুট দীর্ঘ মৃত ইঁদুরকে পাওয়া গিয়েছিল। ব্রুকলিনের এক বাসিন্দার কথায়, “দিন-রাত উভয় সময়ে দেখা যায় ওদের। প্রতিনিয়ত আমরা গুলির মুখে নয়, বরং ইঁদুরের উপদ্রবের মুখে পড়ি! আর ইঁদুরগুলো আকারেও কী বড়!”