Rahu-Ketu Gochar 2023: রাশি বদলাবেন রাহু, কেতু; খুব সতর্ক থাকতে হবে এই চার জাতক-জাতিকাকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আগামী ৩০ অক্টোবর ২০২৩ তারিখে রাহু-কেতুর গোচর হবে। ৩০ অক্টোবর, ২০২৩ তারিখ রাত ১টা বেজে ৩৩ মিনিটে রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। ওই একই সময়ে, কেতু তুলা রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন। জেনে নেওয়া যাক এই গোচরের ফলে কোন রাশির উপরে রাহু-কেতুর নেতিবাচক প্রভাব পড়বে।
ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু এবং কেতুকে ছায়াগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এই দুই গ্রহের প্রভাব সমস্ত মানুষের উপর ব্যাপক ভাবে পড়ে বলে বিশ্বাস। মনে করা হয়, রাহু এবং কেতু মানুষের ইতিবাচক চিন্তা, কর্মকৌশল এবং সঠিক পরিকল্পনা পরিচালিত করতে সাহায্য করেন। এই গ্রহ নিয়মিত চেষ্টা চালিয়ে নয় যাতে জাতক-জাতিকা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে পারেন। জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেন রাহু-কেতু। তবে এঁদের নিষ্ঠুর বলেও মনে করা হয়।
advertisement
দেড় বছর পর রাহু- কেতু রাশি পরিবর্তন করতে চলেছেন। আগামী ৩০ অক্টোবর ২০২৩ তারিখে রাহু-কেতুর গোচর হবে। ৩০ অক্টোবর, ২০২৩ তারিখ রাত ১টা বেজে ৩৩ মিনিটে রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। ওই একই সময়ে, কেতু তুলা রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবেন। জেনে নেওয়া যাক এই গোচরের ফলে কোন রাশির উপরে রাহু-কেতুর নেতিবাচক প্রভাব পড়বে।
advertisement
advertisement
advertisement
মকর— মকর রাশির জাতক-জাতিকাদের পিতামাতার স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হতে পারে, যত্ন নেওয়া দরকার। পরিবারে কোনও বিষয় নিয়ে বিবাদের আশঙ্কাও রয়েছে। যদি এই সময় কোনও সম্পত্তি কেনার পরিকল্পনা থাকে, তবে প্রথমে সেই সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখে এগোতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)