TRENDING:

Viral: পঞ্চ বা সপ্তপর্ণী! বিরল ঘটনা শ্রাবণ মাসে! বেলপাতায় এ কী পরিবর্তন!

Last Updated:

Viral: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, বেলপাতায় রয়েছে সাতটি বা পাঁচটি পাতা। দাবি করা হচ্ছে এই বেলপাতা একেবারেই বিরল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রাবণ মাসে ভগবান ভোলানাথের পূজা অর্চনা করা হয়। এই সময় শিবভক্তরা মহাদেবের অঙ্গরাগ ও জলাভিষেক করে থাকেন নানা ভাবে। বাবা ভোলানাথের বড় প্রিয় বেলপাতা। কথায় বলে, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। তাই শিবপূজার অন্যতম উপচার এই বিল্বপত্র। বেলপাতা সাধারণত ত্রিপত্রী। একসঙ্গে তিনটি পাতা থাকে। মহাদেবের তিনটি নয়নের সঙ্গে তাঁর তুলনা করা হয়।
advertisement

কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, বেলপাতায় রয়েছে সাতটি বা পাঁচটি পাতা। দাবি করা হচ্ছে এই বেলপাতা একেবারেই বিরল।

ওই বেলপাতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে এই বিরল বেলপাতা, যার পাঁচ এবং সাতটি পত্র রয়েছে। ভক্তরা দাবি করেছেন, সাধারণত বেলপাতার তিনটি পত্র থাকলেও এই পাতাটি পঞ্চ বা সপ্তপর্ণী। তাঁদের দাবি, শ্রাবণ মাসে বাবা মহাদেবের আশীর্বাদেই এমন হয়েছে।

advertisement

খুব চেনা কিছু গাছের মধ্যে আমপাতা এমন পাঁচ বা সাত পাতার হয়ে থাকে। আবার ছাতিম পাতাও সপ্তপর্ণী হিসেবে পরিচিত। সাধারণত বেলপাতা ত্রিপর্ণীই হয়ে থাকে।

জানা গিয়েছে, ভিলওয়াড়া জেলার কোটরি এলাকার আকোলা গ্রামে বনস নদীর তীরে অবস্থিত শিবমন্দিরে একটি বেল গাছ রোপণ করা হয়েছিল বহু বছর আগে। সেই গাছেই এক ব্যক্তি এই বিরল পাঁচমুখী ও সাতমুখী বেলপাতা দেখতে পান। মনে করা হয়, শুধুমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই তিনটির বেশি পাতাযুক্ত বিল্বপত্রের সন্ধান পান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মন্দিরের মহন্ত রামস্নেহী দাস স্থানীয় আকোলা গ্রামে বনস নদীর তীরে গাছে পাওয়া বেলপত্র সম্পর্কে জানান। তিনি বলেন, এক ভক্ত লোকেশ আচার্য পূজার জন্য বেলপাতা আনতে গিয়েছিলেন। তখনই এই বিরল পাতার সন্ধান পান তিনি। এটা খুবই সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: পঞ্চ বা সপ্তপর্ণী! বিরল ঘটনা শ্রাবণ মাসে! বেলপাতায় এ কী পরিবর্তন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল