এই ঘটনা নৃশংসতার মাত্রা পার করে দিয়েছে। যা ঘটেছিল ডিব্রুগড়-নয়াদিল্লি ২০৫০৫ রাজধানী এক্সপ্রেসে। দিল্লি ছতরপুরের বাসিন্দা ভারত ভূষণ গত ১৫ ফেব্রুয়ারি মহাকুম্ভ স্নানে গিয়েছিলেন। ভারত ভূষণের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধূ, বৃদ্ধা মা এবং কন্যারা। বুধবার সকালে প্রয়াগরাজ থেকে লখনউ গিয়েছিলেন ভারত ভূষণ। অযোধ্যা এক্সপ্রেসে চেপে দিল্লি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু ট্রেন বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু তাঁদের ফিরতেই হত। সেই কারণে লখনউ থেকে তাঁরা পরিবার নিয়ে ডিব্রুগড় থেকে নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে উঠে পড়েন।
advertisement
রাজধানী এক্সপ্রেস এরপর লখনউ থেকে চলতে শুরু করে। বরেলি মোরাদাবাদ হয়ে তা দিল্লি পৌঁছয়। অভিযোগ উঠেছে যে, রাজধানী এক্সপ্রেস লখনউ ছেড়ে বেরোনোর পরেই ট্রেনের টিটি স্টাফ আসেন। তখন ভারত ভূষণ তাঁকে গোটা পরিবারের টিকিট করার কথা বলেন। এমনকী, জরিমানাও নেওয়া হয়। এরপর টিটি স্টাফ ভারত ভূষণকে বলেন যে, জরিমানা এবং ঘুষের পরিমাণ মিলিয়ে জনপ্রতি ছিল ৭৫০০ টাকা। পরিবারের সদস্যরা বলেন যে, “আমাদের কাছ থেকে টিকিটের দাম আর জরিমানা নিয়ে নিন। কিন্তু আমরা ঘুষের টাকা দেব না।” এটা শুনে ক্ষেপে যান টিটি স্টাফ। তিনি ভারত ভূষণকে মারধর করতে শুরু করেন। পরিবার তাঁকে বাঁচানোর চেষ্টা করলে বাড়ির মহিলাদের পর্যন্ত ছাড়েননি টিটি। মহিলাদেরও আছড়ে ফেলে মারধর করা হয়। আপাতত বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন ভারত ভূষণ এবং তাঁর পরিবার।