ওপার বাংলায় প্রায় প্রতিদিনই কিছু না কিছু সমস্যা চলছে। ভুরিভুরি ভুয়ো আইডি-সহ বাংলাদেশিরা এদেশে ধরা পড়ছেন। চলছে নিত্যদিন সীমান্তে কাঁটাতার নিয়ে ঝামেলা অশান্তি, হামলার ঘটনা। তারই মাঝে, ভারত বাংলাদেশের সম্পর্কের অস্থিরতার মধ্যেই বাংলাদেশ থেকে ভারতের পুত্রবধূ হয়ে এপারে এলেন সঞ্চিতা ঘোষ। বিয়ে করে খুশি নববধূ।
advertisement
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র ঢাকা শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজে পড়তে যান ২০১৬ সালে । এরপর ২০১৮-তে বাংলাদেশের মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে পরিচয় হয় । তাঁরা ছিলেন সহপাঠি ৷ তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে খুব বেশি সময় লাগেনি ৷ সঞ্চিতার সঙ্গে অনির্বাণ আইনি বিয়ে সেরে ফেলেন ২০২৪ সালেই। তবে বর্তমানে বাংলাদেশের এই অস্থিরতার মধ্যে ভারতে এসে বিয়ে করাটা যথেষ্ট কঠিন হচ্ছিল ৷ তাই বিয়ে হল বাংলাদেশেই ৷ যখন দু’টি মানুষ গভীর প্রেমে থাকেন, তখন কোনও কিছুই অসম্ভব নয় ৷ পেট্রাপোল সীমান্ত দিয়ে টোপর মাথায় দিয়ে নব দম্পতি ভারতে প্রবেশ করেন । কিন্তু এই অস্থিরতার জন্য সঞ্চিতার পরিবারের অন্য সদস্যরা ভারতে আসতে পারেননি ৷ ভিসা সমস্যা মিটে গেলে খুব তাড়াতাড়ি দুই পরিবারের দেখা হবে বলে আশা করছেন তাঁরা ৷ এবং তখন আরও ধুমধাম করে ভারতেও বিয়ের সেলিব্রেশন করা হতে পারে ৷
আরও পড়ুন– রণক্ষেত্র বিয়েবাড়ি! ডিজে বাজানো নিয়ে দু’পক্ষের হাতাহাতি, কনের ভাইকে কুপিয়ে খুন, ধৃত ৮
পরিবারের অন্য সদস্যরা ভারতে আসতে না পারায় সঞ্চিতার মন খানিকটা ভারাক্রান্ত ৷ তবে দু’দেশের মধ্যে সব অস্থিরতা কেটে গিয়ে আবার আগের মতো দারুণ সম্পর্ক বজায় থাকুক, এটাই প্রার্থনা করছেন নবদম্পতি ৷