TRENDING:

এ যেন একেবারে সর্ষের মধ্যে ভূত! ডালের ক্ষেত বাঁচাতে অনন্য উপায় অবলম্বন করে চমকে দিলেন কৃষক

Last Updated:

Bahraich: উত্তর প্রদেশের বাসিন্দা ওই কৃষক পশু-পাখির হাত থেকে নিজের জমির ফসল রক্ষা করতে যা ‘জুগাড়’ অবলম্বন করেছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Binnu Balmiki, Bahraich: ভারত মূলত কৃষিপ্রধান দেশ। আর চাষবাসের ক্ষেত্রে বহু কৃষকই নানা ঘরোয়া উপায় অথবা জুগাড় অবলম্বন করে থাকেন। যা কৃষিকাজে সাফল্যও আনছে। আজ এমনই এক কৃষকের কথা শুনে নেওয়া যাক। আসলে উত্তর প্রদেশের বাসিন্দা ওই কৃষক পশু-পাখির হাত থেকে নিজের জমির ফসল রক্ষা করতে যা জুগাড় অবলম্বন করেছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
News18
News18
advertisement

উত্তর প্রদেশের বাহরাইচ জেলার তেজওয়াপুর ব্লকের ইমাম খান পুরওয়া গ্রামের বাসিন্দা প্রবীণ কৃষক সাত্তার। সেই ছোটবেলা থেকে তিনি চাষের কাজ করছেন। প্রায় তিরিশ বছর ধরে ডাল চাষ করছেন তিনি। কিন্তু পথচলতি পশুরা চাষের জমিতে ঢুকে ফসল তছনছ করে দেয় বেশিরভাগ সময়ই। আর ফসল বাঁচাতে একটা জুগাড় অবলম্বন করেছেন সাত্তার। আর তার জন্য ডালের ক্ষেতের বিভিন্ন জায়গায় তিনি সর্ষে ছড়িয়ে রেখে দিয়েছেন।

advertisement

আরও পড়ুন– যাত্রীদের জন্য সুখবর! কোনও রকম টোল লাগবে না উত্তর প্রদেশের এই ৭টি টোল বুথে, কবে থেকে চালু হচ্ছে এই সুবিধা?

পশুরা ফিরেও তাকাবে না:

আসলে সর্ষে খায় না গবাদি পশুরা। কারণ সর্ষে আসলে স্বাদে তেতো। আর তাই এই জুগাড় অবলম্বন করেছেন সাত্তার। যা বেশ ভাল ভাবেই কাজ করেছে। ফলে এখন এই পন্থার মাধ্যমেই ডাল চাষ করছেন সাত্তারের মতো কৃষকরা। কয়েক বছর ধরে তাঁরা ডাল চাষ করার সময় ক্ষেতের মাঝে মাঝে সর্ষেরও চাষ করছেন। যার জেরে পশুদের হামলার হাত থেকে তো ফসলকে বাঁচানোই যাচ্ছে, সেই সঙ্গে মিলছে তৈলবীজ ফসলও।

advertisement

আরও পড়ুন– এমনও হয়! ‘মানুষটা ভাল ছিল, কিন্তু এ কী…’ কোটিপতির উইল শুনে সবার মাথায় হাত

কীভাবে কাজ করে জুগাড়?

বাহরাইচের বাসিন্দা প্রবীণ কৃষক সাত্তার বলেন যে, বিগত তিরিশ বছর ধরে তিনি ডাল চাষ করছেন। যদিও সেই ফসলের বেশিরভাগটাই নষ্ট করে দিত পথচলতি পশুরা। সেই সময় তিনি লক্ষ্য করেন যে, আশপাশের এলাকায় রয়েছে সর্ষের ক্ষেত। যেদিকে সেই গবাদি পশুরা ফিরেও তাকাত না। এমন দৃশ্য দেখে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আর ডালের জমির মাঝে মাঝে থাকা অল্প জায়গা দিয়েই সাত্তার সর্ষে গাছ লাগিয়ে দেন। এই জুগাড় কিন্তু ভাল ভাবে কাজে লেগে যায়। বর্তমানে পথচলতি পশুদের হাত থেকে রক্ষা পাচ্ছে সমস্ত ফসল। এমনকী, তারা সেই জমির কাছে পর্যন্ত ঘেঁষছে না।

advertisement

ডাবল ধামাকা:

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

একেই বলে, এক ঢিলে দুই পাখি মারা! ওই জমিতে ডালের ফলন তো ভাল হচ্ছেই, সেই সঙ্গে সর্ষের বীজ থেকে ভাল পরিমাণে পাওয়া যাচ্ছে তেলও। সাত্তার বলেন যে, আসলে সর্ষে তেতো লাগে পশুদের কাছে। ফলে তারা সেটা খেতে পারে না। আর ডালের ক্ষেতে সর্ষের চাষ করার ফলে ক্ষেতের আশপাশে ঘুরতেও দেখা যায় না পশুদের।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এ যেন একেবারে সর্ষের মধ্যে ভূত! ডালের ক্ষেত বাঁচাতে অনন্য উপায় অবলম্বন করে চমকে দিলেন কৃষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল