TRENDING:

ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন! পরিবার বিপর্যয়ের মুখে

Last Updated:

Baghpat News : ঘটনা উত্তর প্রদেশের বাগপতের। জানা গিয়েছে যে দিল্লির মঙ্গলপুরির বাসিন্দা বাবলির বিয়ে হয়েছিল বাগপতের কপিলের সঙ্গে, তিনি ইউপি পুলিশে হেড কনস্টেবল হিসেবে কাজ করেন। কপিল বর্তমানে হাথরসে কর্মরত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Report: Binesh Pawar
ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন!
ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন!
advertisement

বাঘপত, উত্তর প্রদেশ: এখন আর সে দিন নেই যখন নববধূরা বাড়ির বাইরে যান না! কিন্তু, বাগপতের এক নববধূ নিজেকে সারা দিন ঘরেই আটকে রাখতেন, খুব একটা কোথাও বের হতেন না। একদিন যখন তাঁর ননদ দরজা ঠেলে সেই ঘরে ঢুকলেন, পাওয়া গেল কেবল নববধূর প্রাণহীন দেহ!

ঘটনা উত্তর প্রদেশের বাগপতের। জানা গিয়েছে যে দিল্লির মঙ্গলপুরির বাসিন্দা বাবলির বিয়ে হয়েছিল বাগপতের কপিলের সঙ্গে, তিনি ইউপি পুলিশে হেড কনস্টেবল হিসেবে কাজ করেন। কপিল বর্তমানে হাথরসে কর্মরত। বেশি দিন হয়নি এই বিয়ের, সবে চলতি বছরের ফেব্রুয়ারিতেই সাত পাক শেষে দিল্লি থেকে বাগপতে শ্বশুরবাড়িতে এসে উঠেছিলেন বাবলি।

advertisement

আরও পড়ুন– সাত পাকেই ভাগ্যে গ্রহণ ! সুপারস্টার নায়িকার কেরিয়ার শেষ করেন ‘সুপারফ্লপ’ স্বামী, ভাগ্যশ্রীকে এখনও মনে পড়ে?

ফলে, এবার যখন তাঁর প্রাণহীন দেহ পাওয়া গেল, ঘটনাটি থমথমে পরিবেশের সৃষ্টি করল এলাকায়। অনেকেরই সবার আগে এই প্রসঙ্গে মনে আসতে পারে বধূ নির্যাতনের কথা। বিয়ের পর শ্বশুরবাড়িতে নানা রকম ভাবে মানসিক এবং শারীরিক লাঞ্ছনার শিকার হয়ে চলেছেন রোজ, এমন মেয়ের সংখ্যা দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে কম নয়। অনেকেই সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন, অনেককে আবার শ্বশুরবাড়ির লোকেরাই মেরে ফেলে বলে প্রায়শই অভিযোগ পাওয়া যায়।

advertisement

বাবলিও আত্মহত্যা করেছেন! কিন্তু, এর মধ্যে তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বা স্বামীর কোনও ভূমিকা নেই। তাহলে কেন নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন নববধূ? বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া?

আরও পড়ুন– ২৮-এই বিধবা হন এই জনপ্রিয় অভিনেত্রী, লড়াই চালিয়ে গিয়েছেন, আজও শ্বশুর-শাশুড়ির আদরের মেয়ে

advertisement

তাও নয়। জানা গিয়েছে যে বিয়ের আগে থেকেই বাবলি শেয়ার বাজারে টাকা খাটাতেন। এই সময়ে তিনি একজন বিনিয়োগকারীর কাছ থেকে ১৩ লক্ষ টাকা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করেন। কিন্তু এবার তাঁর বিশাল অঙ্কের ক্ষতি হয়। বিনিয়োগকারী টাকা ফেরতের দাবিতে চাপ দিতে শুরু করেন। বাবলি ৬ লক্ষ টাকা ফেরতও দিয়েছিলেন, কিন্তু ৭ লক্ষ টাকা বাকি পড়ে ছিল। বিনিয়োগকারী তাঁকে সেই ৭ লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। হুমকি দিতে শুরু করেন। এই বিষয়ে এবং শেয়ার বাজারে লোকসানের কারণে বাবলি মানসিক চাপে পড়ে যান।

advertisement

এটাই আত্মহত্যার প্রাথমিক কারণ বলে অনুমান করা হচ্ছে। পুলিশ নিহতের দেহ তাদের হেফাজতে নিয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। ঘটনাটি প্রকাশ্যে এসেছে বারোট কোতোয়ালি এলাকার রাজপুর খামপুর গ্রামে। শ্বশুরবাড়ির দাবি, বিয়ের আগে বাবলি যে শেয়ার বাজারে কাজ করতেন, তাঁরা বা কপিল কেউই সেটা জানতেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঘর থেকে বেরোতেন না নববধূ, ননদ দরজা ঠেলে ঢুকেই একদিন চমকে উঠলেন! পরিবার বিপর্যয়ের মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল