জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সঠিক পদক্ষেপ করতে পারলে, তবেই দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে আর পাঁচটা দিনের মতোই সময় কাটবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ নিজেকে অন্যের কাছে অবাঞ্ছিত মনে হতে পারে, কিন্তু পরিস্থিতি আদৌ তা নয়- যতটা পারেন বন্ধুদের সঙ্গে সময় কাটান।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের এটিই সেরা দিন, সহকর্মীরা আপনার কৃতিত্বে মুগ্ধ হবেন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আত্মোন্নতি এবং আর্থিক অবস্থা উন্নতির জন্য আপনি যা পদক্ষেপ করছেন, তা আজ ফলপ্রসূ হবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। বাণিজ্যিক ক্ষেত্রে কেউ আপনার প্রস্তাব নাকচ করতেই পারেন, সেটা নিয়ে অযথা মনখারাপ করবেন না।
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ আপনার সৃজনশীলতা এবং ব্যক্তিগত জীবন দুই সূর্যের মতো আলো ছড়াবে, মন সুখে পূর্ণ হবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ দিনটি স্মৃতিমেদুরতার, অনেকের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা করবে। নিজের মনের কথা শুনুন, ভুল হওয়ার আশঙ্কা থাকবে না।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। স্বাস্থ্যকর জীবনযাপনের প্রেরণা এবং কাজ উপভোগ করা আজ আপনার চিন্তা জুড়ে থাকবে, যা ভবিষ্যতেও সুফল দেবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। স্বভাবের জন্য আজ ঝামেলা ডেকে আনতে পারেন, সতর্ক না হলে আর্থিক উন্নতির আশা নেই।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পরিবারের সদস্যরা আজ আপনার পাশে থাকবেন, তাঁদের সহায়তায় দিনটি মসৃণ ভাবে কাটবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। পারিবারিক এবং কর্মক্ষেত্র- দুই জায়গা থেকেই আজ অঢেল প্রশংসা পাবেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যদিও সামান্য মতভেদের সম্ভাবনা আছে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। ঠিক কোন কারণে সমস্যা হচ্ছে, সেটা আগে সনাক্ত করুন, সমাধানের উপায় আপসে বেরিয়ে আসবে।