আরও পড়ুন: বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধির মধ্যে কত হল পেট্রোল-ডিজেলের দাম ....
বিশ্বের বিভিন্ন জায়গায় মহিলাদের রীতি ও প্রথার নামে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয় ৷ ইন্দোনেশিয়ার দানি উপজাতিদের মধ্যে প্রিয়জনদের মৃত্যুতে মহিলাদের আঙুল কেটে নেওয়ার রীতি রয়েছে ৷ এই প্রথাকে ইকিপালিন (Ikipalin) বলা হয় ৷
advertisement
আরও পড়ুন: নতুন গাড়ি কিনেছেন? বিমার প্রিমিয়াম কমানোর ১০ কৌশল জেনে নিন!
সরকারের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে -
হিস্ট্রি চ্যানেলের একটি রিপোর্ট অনুযায়ী ইন্দোনেশিয়ার বামিন শহরে দানি উপজাতির প্রচুর সংখ্যক মানুষ বসবাস করেন ৷ এই প্রজাতির ইকিপালিন প্রথার উপরে ইন্দোনেশিয়ার সরকার বহু বছর আগে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ কিন্তু বয়স্ক মহিলাদের হাতের আঙুল দেখলে বোঝা যায় এখনও এই রীতি পালন করা হয় ৷
আরও পড়ুন: আয়কর বাঁচাতে মোক্ষম উপায় হোম লোন? জানুন বিশেষজ্ঞদের মত!
এই রীতির পিছনে কী কারণ ?
এই প্রজাতির মানুষরা বিশ্বাস করেন যে কেউ মারা গেলে তাঁদের আত্মার শান্তির জন্য পরিবারের মহিলারা নিজেদের আঙুল কেটে দেয় ৷ পাশাপাশি এর মাধ্যমে বোঝানো হয় যিনি মারা গেছেন তাঁর চলে যাওয়ার কষ্ট আঙুল কাটার কষ্টের কাছে কিছু না ৷ আঙুল কাটার জন্য পাথরের তৈরি ব্লেড ব্যবহার করা হয় ৷ আবার কিছু ক্ষেত্রে ব্লেড ছাড়াই আঙুলে শক্ত করে দড়ি বেঁধে দেওয়া হয় ৷ এর জেরে যখন রক্ত ও অক্সিজেনের সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন আঙুল নিজে থেকে কেটে পড়ে যায় ৷ কেটে নেওয়া আঙুল হয় পুঁতে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয় ৷