TRENDING:

বীভৎস রীতি! এখানে প্রিয়জনদের মৃত্যু হলে কেটে নেওয়া হয় বাড়ির মহিলাদের আঙুল...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  প্রযুক্তি ও বিজ্ঞানের হাত ধরে যখন গোটা বিশ্ব এগিয়ে চলেছে এক উন্নতমানের পৃথিবীর দিকে তখনও বিশ্বের একাধিক জায়গায় এখনও প্রাচীন যুগেই থমকে রয়েছে ৷ এখনও হাজার হাজার বছর পুরনো এমন কিছু প্রথা ও রীতি মেনে চলে আসা হয় যা কেবল ভয়ঙ্কর নয় অত্যন্ত বেদনাদায়ক ৷ একেক জাতির একেক রকমের অদ্ভুত আচার-অনুষ্ঠান ও নিয়ম রয়েছে ৷ শহরের মানুষ এই নিয়মগুলিকে কুসংস্কার মনে করলেও এই উপজাতিদের কাছে এগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এরকমই একটি প্রথা বছরের পর বছর ইন্দোনেশিয়ার একটি উপজাতি যা দানি উপজাতি নামে পরিচিত মেনে চলে আসছেন ৷ এই প্রথা এতটাই ভয়ঙ্কর যে আপনার গা শিউরে উঠবে ৷ এখানে প্রিয়জনদের মৃত্যুতে নিজের আঙুল কেটে ফেলেন মহিলারা (Indonesian tribal women amputate fingers) ৷
Photo Courtesy: Twitter/@GarasiFM
Photo Courtesy: Twitter/@GarasiFM
advertisement

আরও পড়ুন: বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধির মধ্যে কত হল পেট্রোল-ডিজেলের দাম ....

বিশ্বের বিভিন্ন জায়গায় মহিলাদের রীতি ও প্রথার নামে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয় ৷ ইন্দোনেশিয়ার দানি উপজাতিদের মধ্যে প্রিয়জনদের মৃত্যুতে মহিলাদের আঙুল কেটে নেওয়ার রীতি রয়েছে ৷ এই প্রথাকে ইকিপালিন (Ikipalin) বলা হয় ৷

advertisement

Photo Courtesy: Twitter/@Anibal_Bueno_

আরও পড়ুন: নতুন গাড়ি কিনেছেন? বিমার প্রিমিয়াম কমানোর ১০ কৌশল জেনে নিন!

সরকারের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে -

হিস্ট্রি চ্যানেলের একটি রিপোর্ট অনুযায়ী ইন্দোনেশিয়ার বামিন শহরে দানি উপজাতির প্রচুর সংখ্যক মানুষ বসবাস করেন ৷ এই প্রজাতির ইকিপালিন প্রথার উপরে ইন্দোনেশিয়ার সরকার বহু বছর আগে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ কিন্তু বয়স্ক মহিলাদের হাতের আঙুল দেখলে বোঝা যায় এখনও এই রীতি পালন করা হয় ৷

advertisement

Photo Courtesy: Twitter/@sukmadede

আরও পড়ুন: আয়কর বাঁচাতে মোক্ষম উপায় হোম লোন? জানুন বিশেষজ্ঞদের মত!

এই রীতির পিছনে কী কারণ ?

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

এই প্রজাতির মানুষরা বিশ্বাস করেন যে কেউ মারা গেলে তাঁদের আত্মার শান্তির জন্য পরিবারের মহিলারা নিজেদের আঙুল কেটে দেয় ৷ পাশাপাশি এর মাধ্যমে বোঝানো হয় যিনি মারা গেছেন তাঁর চলে যাওয়ার কষ্ট আঙুল কাটার কষ্টের কাছে কিছু না ৷ আঙুল কাটার জন্য পাথরের তৈরি ব্লেড ব্যবহার করা হয় ৷ আবার কিছু ক্ষেত্রে ব্লেড ছাড়াই আঙুলে শক্ত করে দড়ি বেঁধে দেওয়া হয় ৷ এর জেরে যখন রক্ত ও অক্সিজেনের সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন আঙুল নিজে থেকে কেটে পড়ে যায় ৷ কেটে নেওয়া আঙুল হয় পুঁতে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বীভৎস রীতি! এখানে প্রিয়জনদের মৃত্যু হলে কেটে নেওয়া হয় বাড়ির মহিলাদের আঙুল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল