ভাইপো ডিআরএম হলে টিকিট ছাড়াই যাওয়া যায়? কামরার অন্যান্য যাত্রীরা একে অন্যের মুখ চাওয়াচায়ি করছেন। আর রাগে ফুঁসছেন টিটিই। কী করবেন যেন ঠিক বুঝে উঠতে পারছেন না। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
একে তো বিনা টিকিটে ট্রেনে উঠেছেন। তার ওপর টিটিই-কেই চোটপাট। ওই যাত্রীর একটাই দাবি, তাঁর ভাইপো ডিআরএম। তাই তাঁকে বিনা টিকিটেই বক্সার যেতে দিতে হবে। টিকিট চাওয়ায় তাঁর আঁতে লেগেছে। অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তিনি। হুমকি-ধমকি দিচ্ছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিনা টিকিটে দিব্যি ট্রেনের এসি কোচে জাঁকিয়ে বসেছেন ওই ব্যক্তি। টিকিট চাওয়ায় ভাইপোর পরিচয় দিয়ে টিটিই-কে ভয় দেখাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ব্যক্তির ঔদ্ধত্য দেখে নেটিজেনরা অবাক।
অনেকেই প্রশ্ন তুলেছেন, ভাইপো কোথাকার ডিআরএম? সেই ডিআরএম কি তাঁকে বিনা টিকিটে যে কোনও শ্রেণীতে ভ্রমণের অনুমতি দিয়েছেন? আবার কেউ লিখেছেন, ভাইপো ডিআরএম হলে টিকিট লাগবে না কোথায় লেখা আছে? ভিডিওটি কবে, কোথায়, কোন ট্রেনে তোলা, তা জানা যায়নি। তবে এই ভিডিও সামনে আসার পর থেকেই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আরা-এর আরপিএফ পোস্ট কমান্ডার সুমন কুমারীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়েছে। কিছু তথ্যও পাওয়া গিয়েছে। তবে কোন ট্রেনে এমন ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
এসি কোচে বিনা টিকিটে যাত্রা করলে ১ বছরের কারাদণ্ড হতে পারে: আরা-এর আরপিএফ পোস্ট কমান্ডার সুমন কুমারী জানিয়েছেন, যদি কোনও যাত্রী সরকারি কাজে বাধা দেন, বিনা টিকিটে এসি কোচে ভ্রমণ করেন বা কর্তব্যরত কর্মীদের হুমকি দেন, তাহলে ১ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ন্যূনতম ১৫ দিন কোনও জামিন মিলবে না। ধারা ১৩২, ১৩৮ এবং ১৩৯ (সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে)-এর আওতায় মামলা দায়ের করা যেতে পারে।