আরও পড়ুন: কলকাতার কলেজে পা ভিকি কৌশলের, স্পষ্ট বাংলায় কথা স্যাম বাহাদুরের, কী বললেন তারকা, দেখুন ভিডিও
এমনই এক দুঃসময়ে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ আবির্ভাব হল ২০০১ সালের মেনু কার্ডের ছবি। যা দেখে গোটা নেটিজেনরা নস্টালজিয়ায় ভাসছেন। কত দাম ছিল খাবারের? ২০২৩ সালে দাঁড়িয়ে সেই মূল্যতালিকা দেখে চমকে উঠতে হয়। সত্যি, ২২ বছরে মূল্যবৃদ্ধি কীভাবে গ্রাস করেছে মানুষকে।
advertisement
৩০ টাকা দিয়ে তখন চিকেন বিরিয়ানি পাওয়া যেত। একটা এগরোলের দাম মাত্র ৭ টাকা ছিল। ভেজিটেবল রোল মিলত মাত্র ৭ টাকা ৫০ পয়সায়। মটন বিরিয়ানি পাওয়া যেত মাত্র ৩২ টাকায়। মটন কাঠি কবাব ছিল ২৫ টাকার। পনির বাটার মসালা মিলত মাত্র ২৪ টাকায়। একটি রুমালি রুটির দাম ছিল মাত্র ১ টাকা ২৫ পয়সা।
নেটদুনিয়ায় হাহাকার মানুষের। সকলেই বলছে, আহা কোথায় গেল সেসব দিন! কেউ বলছেন, ১০ টাকারও কমে এগরোল পাওয়া যেত তখন, আর এখন সেই ১০ টাকাতে এখন একটা বড়া পাও-ও পাওয়া যায় না।