আম্বালা, হরিয়ানা: সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী যুবক নিতিন ভার্মা এবং পঞ্জাবের রোপারের বাসিন্দা ২৩ বছর বয়সী যুবতী আরুশি। আর এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। কারণ নিতিনের উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি এবং আরুশির উচ্চতা মাত্র ৩ ফুট ৬ ইঞ্চি। আসলে এই তরুণ দম্পতি সমাজকে এক নতুন দিশা দেখিয়েছেন। আর সেই সঙ্গে আত্মবিশ্বাস এবং ভালবাসার এক দৃষ্টান্তমূলক নজির স্থাপন করেছেন।
advertisement
আম্বালা ক্যান্টনমেন্টের একটি প্রাইভেট প্যালেসে সম্পন্ন হয়েছে এই বিয়ে। তবে ছিমছামই ছিল সেই আয়োজন। সকলকে সাক্ষী রেখেই একসঙ্গে সারা জীবন পথ চলার অঙ্গীকার করলেন নিতিন এবং আরুশি। আর এই বিয়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এক্ষেত্রে পণপ্রথার মতো কোনও রীতি পালন করা হয়নি।
Photo: Social Media
বর-কনের দৈহিক উচ্চতা:
রোপারের কন্যে আরুশিকে দেখেছিলেন নিতিনের এক আত্মীয়। এরপরেই তিনি নিতিনের সঙ্গে আরুশির বিয়ের প্রস্তাব উত্থাপন করেন। আর আত্মীয়ের কাছে আরুশির কথা শোনার পর বিয়ের প্রস্তাব নিয়ে সটান তাঁদের বাড়ি পৌঁছে গিয়েছিল নিতিনের পরিবার। কিন্তু ওই তরুণীর পরিবারের আর্থিক অবস্থা তেমন ভাল ছিল না। আর সেই দিকটা পর্যালোচনা করে পণ ছাড়াই এই বিয়ের সিদ্ধান্ত নেন বরের পরিবারের অভিভাবকেরা।
এদিকে এহেন প্রস্তাবে যেন হাতে চাঁদ পায় আরুশির পরিবারও! তাঁরাও সঙ্গে সঙ্গে খোলা মনে সম্মতি দেন। তবে ছিমছাম এবং সাধারণ ভাবেই সম্পন্ন হয়েছে নিতিন-আরুশির বিবাহ। যদিও বিবাহ আসরে খুশির কোনও ঘাটতি ছিল না। আর আনন্দের ছটায় বিবাহ আসরের চারপাশ যেন আরও ঝলমলে হয়ে উঠেছিল। এহেন বিয়েতে আমন্ত্রিত অতিথিরাও যেন চোখ সরাতে পারছিলেন না নববিবাহিত দম্পতির দিক থেকে। সকলেই এই জুটির প্রশংসায় পঞ্চমুখ!
এই বিয়েকে কেন্দ্র করে অম্বালায় জোর চর্চা:
এই বৈবাহিক সম্পর্কে বেজায় খুশি সদ্য বিবাহিত দম্পতি – নিতিন এবং আরুশিও। তাঁরা সমাজের জন্য রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করলেন। সেই সঙ্গে তাঁরা এ-ও প্রমাণ করে দিলেন যে, লম্বা-বেঁটে, কালো-ফর্সা কিংবা ধনী-দরিদ্র – এই সব কিছুর উর্ধ্বে থাকে ভালবাসা বা মনের সম্পর্ক। এমনকী, যাঁরা এই সমস্ত কিছু বিচার করে সম্পর্কে যান, তাঁদেরও একপ্রকার শিক্ষা দিল এই বিয়ে। ফলে আপাতত নিতিন-আরুশির বিবাহকে কেন্দ্র করে সরগরম রয়েছে অম্বালা।