মাত্র মিনিট খানেকের ভিডিও এটি। আসল গানটি তৈরি করেছেন এ আর রহমান। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটি লিখেছেন ইরশাদ কামিল। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, ধনুশ ও সারা আলি খান। ছবিটি হটস্টারে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর, হিন্দি ও তামিল ভাষায়।
আরও পড়ুন-মেয়ের চাকরির প্রথম দিন, বসের চিঠি দেখে ক্ষোভে ফেটে পড়লেন বাবা! কী লেখা ছিল তাতে?
advertisement
ইতিমধ্যে গানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের মুখে মুখে। ইউটিউবে রোজই ভিউ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শুধু তাই নয়, রিল ভিডিওর জমানায় এই গানের রিলের ঢেউ আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ঢেউয়েই পা মিলিয়েছেন উমা।
আরও পড়ুন-বদ নসিব! ফরচুনার গাড়ি না পেয়ে বিয়ে থেকে উঠে পড়ে বিপাকে বর
আর বিমানসেবিকাদের ভাইরাল হওয়ার ঘটনাও তো নতুন নয়। এর আগে একাধিক ভিডিও বা রিল ভিডিওয় বিমান সেবিকারা ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। তেমনই মীনাক্ষী। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মীনাক্ষীর ভিডিওতে তিন হাজারের কাছাকাছি লাইক পড়েছে। শুরু হয়েছে কমেন্ট ও শেয়ারের বন্যাও। দেখে নিন সেই ভিডিওটি।