দুই তরুণীকে নিয়ে ‘পুষ্পা ২’ দেখতে গিয়েছিলেন এক ব্যক্তি। ছবি দেখে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই গণ্ডগোল। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে গুলি চলে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাজির হন খোদ এসপি-ও। উত্তর প্রদেশের আগ্রায় এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন– ফুলশয্যার ছবি পোস্ট! সীমা ছাড়ালেন নবদম্পতি, নেটিজেনরা বলল, ‘ভিডিওটাও চাই’
advertisement
ঠিক কী ঘটেছে? আগ্রায় ‘পুষ্পা ২’ দেখে অটোতে বাড়ি ফিরছিলেন দুই মহিলা এবং এক পুরুষ। অটোচালক থানা সদর অঞ্চলের কাহরাই মোড়ে একটি দোকানের সামনে তাঁদের নামান। এতেই রেগে যান দোকানের মালিক সুধীর উপাধ্যায়। রাস্তা থাকতে তাঁর দোকানের সামনে কেন? এটা কী যাত্রী নামানোর জায়গা? এই বলে চিৎকার করতে শুরু করেন তিনি।
সুধীরের দাবি, তাঁর দোকানের সামনে যাত্রী নামানোয় রাস্তা ব্লক হয়ে যাচ্ছে। খদ্দেররা ঢুকতে পারছেন না। যাত্রী এবং অটোচালক তাঁকে বোঝানোর চেষ্টা করেন, কয়েক মিনিটের ব্যাপার। এখনই সবাই যে যার রাস্তায় চলে যাবে। কেউ দাঁড়িয়ে থাকবে না। কিন্তু সুধীর সে সব শুনতে রাজি নন। দু’পক্ষের মধ্যে তর্ক বেঁধে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সুধীর আচমকাই রিভলভার বের করে গুলি চালিয়ে দেন।
আরও পড়ুন– বরকে দেখামাত্র মুখ নামিয়ে নিলেন কনে, ছুঁতেও রাজি নন, বিয়ের মঞ্চে হুলস্থূল ! ভাইরাল ভিডিও
গুলির শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই এলাকা ছেড়ে পালান সুধীর উপাধ্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাজির হন এসপি (সদর) বিনায়ক ভোঁসলেও। তবে সৌভাগ্যক্রমে গুলি কারও গায়ে লাগেনি। সুধীর উপাধ্যায়ের নামেই ওই রিভলভারের লাইসেন্স রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে রিভলভার এবং কিছু কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সুধীর উপাধ্যায়ের নামে মামলাও দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত সুধীর এখনও পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
‘পুষ্পা ২’ ছবি নিয়ে এরকমই বেশ কিছু ঘটনা সামনে এসেছে। ছবি দেখা নিয়ে মধ্যপ্রদেশের একটি সিনেমা হলে দু’দলের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দু’দলই সিনেমা না দেখেই ফিরে যান। আর হায়দরাবাদে প্রিমিয়ারে তো মর্মান্তিক কাণ্ড ঘটে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা। কয়েকজন আহত হন।