TRENDING:

তাঁবুর ভেতরে ঘুমোচ্ছিলেন পর্বতারোহী তরুণী, সকালবেলা পর্দা সরাতেই যা দেখলেন... শিউরে উঠবেন সবাই! 

Last Updated:

Viral Video Scene: পর্দা সরাতেই চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল, তাতে তিনি স্তব্ধ হয়ে যান! সেই মুহূর্তের ভিডিওই এখন ভাইরাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইনস্টাগ্রাম ব্যবহারকারী ম্যাগডালেনা মাডেজ (@magdalenamadej__) একজন অভিজ্ঞ পর্বতারোহী। তিনি মাউন্ট এভারেস্টও আরোহন করেছেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা গিয়েছে এক অবিশ্বাস্য দৃশ্য—যা দেখলে শিহরিত হতে হয়।
 পর্দা সরাতেই চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল, তাতে তিনি স্তব্ধ হয়ে যান! সেই মুহূর্তের ভিডিওই এখন ভাইরাল।
পর্দা সরাতেই চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল, তাতে তিনি স্তব্ধ হয়ে যান! সেই মুহূর্তের ভিডিওই এখন ভাইরাল।
advertisement

পর্বতারোহীদের জীবন বরাবরই বিপদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দুর্গম পথ, অপ্রত্যাশিত আবহাওয়া, শরীরের ক্লান্তি কিংবা বন্য প্রাণীর উপস্থিতি—সব কিছুই মোকাবিলা করে তাঁরা এগিয়ে যান শিখরের দিকে। কখনও তাঁরা পথে ক্লান্ত হলে বরফের মাঝে তাঁবু ফেলে শিবির তৈরি করে বিশ্রাম নেন। ঠিক তেমনই এক রাতে, কিছু পর্বতারোহী তুষারাবৃত পর্বতে শিবির করেছিলেন। তাঁরা সবাই তাঁবুর ভেতর ঘুমোচ্ছিলেন।

advertisement

ধেয়ে আসছে! হাতে সময় কম… আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মান্থা’! কবে থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

এই কারণেই ফ্রিজে বরফ জমে; সহজ কৌশল কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বরফ গলিয়ে নিন, দেখে নিন কী করতে হবে!

সকালবেলা দলের এক তরুণী, ম্যাগডালেনা মাডেজ, ঘুম ভেঙে বাইরে তাকাতে চাইলেন। পর্দা সরাতেই চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল, তাতে তিনি স্তব্ধ হয়ে যান! সেই মুহূর্তের ভিডিওই এখন ভাইরাল। ভিডিওটি আপনিও দেখুন। চমকে যাবেন।

advertisement

ভিডিওর ক্যাপশনে ম্যাগডালেনা জানান, এই ভিডিওটি তিন বছর আগের, যখন তিনি নেপালের মানাসলু পর্বতে আরোহনে গিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৬০০ মিটার উচ্চতায় তাঁরা তখন শিবির ফেলেছিলেন। মানাসলু পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত (উচ্চতা ৮,১৬৩ মিটার)।

সকালবেলায় ঘুম থেকে উঠে তাঁবুর পর্দা সরাতেই ম্যাগডালেনা যা দেখলেন, তা ছিল রুদ্ধশ্বাস মুহূর্ত। তাঁবুর বাইরে চারদিকে শুধু সাদা বরফে ঢাকা পাহাড়, তুষারঝড়ে দুলতে থাকা অন্য তাঁবুগুলি, আর বাতাসে উড়ে আসা বরফের কণা। দৃশ্যটি যেমন সুন্দর, তেমনই ভয়ঙ্কর—কারণ সেই মুহূর্তে যদি তুষারধস নামত, তাঁরা সবাই বরফের নিচে চাপা পড়ে প্রাণ হারাতে পারতেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

ভিডিওটি দেখে অনেকেই লিখেছেন, “প্রকৃতি যত সুন্দর, ততটাই নিষ্ঠুর।” ম্যাগডালেনার সেই ভয়ঙ্কর অথচ মুগ্ধকর সকাল আজ সোশ্যাল মিডিয়ায় সারা পৃথিবীর দর্শকদের কাঁপিয়ে দিয়েছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
তাঁবুর ভেতরে ঘুমোচ্ছিলেন পর্বতারোহী তরুণী, সকালবেলা পর্দা সরাতেই যা দেখলেন... শিউরে উঠবেন সবাই! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল