এই ভিডিওটি ইনস্টাগ্রামে @ia_aruzhan নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যেটি ভিডিওতে দেখা মেয়েটির নিজস্ব অ্যাকাউন্ট। মেয়েটির নাম Aruzhan Aibekova। ভিডিওর ক্যাপশনে লেখা, “What is your opinion? Did she find out?”—মানে, “তোমার কী মত? ও কি ধরে ফেলল?” এখন বোঝা যাচ্ছে না, এখানে “ধরে ফেলা” বলতে সে কী বোঝাতে চাইছে।
advertisement
আপনি কি সরকারি কর্মচারী? মিষ্টির বাক্স রেডি রাখুন! যে কোনও সময় আসতে পারে সুখবর!
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি যুবক মেট্রোতে বসে নিজের মোবাইলে গেম খেলছিল। তার পাশেই বসে থাকা Aruzhan হঠাৎ করেই ছেলেটির হাতে স্পর্শ করতে শুরু করে। ছেলেটি চমকে ওঠে, চোখ তুলে Aruzhan-এর দিকে তাকায়—যিনি তখন অন্যদিকে মুখ ঘোরানো। এরই মাঝে ছেলেটি সামনে থাকা ভিডিও রেকর্ডিং করা ব্যক্তিকেও দেখে ফেলে। সে আবার তাড়াতাড়ি নিজের গেমে মন দেয়। কিন্তু তাতেও Aruzhan থামে না—সে বারবার ছেলেটির হাত স্পর্শ করে। লজ্জায় ছেলেটির মুখ লাল হয়ে যায়। এক ফাঁকে হেসে মুখ ঢেকে ফেলে ছেলেটি।
Arujan-ও তখন মুচকি হেসে যেন বোঝাতে চায়, ওর উদ্দেশ্যই ছিল ছেলেটিকে একটু মজা করে অপ্রস্তুত করা। সে ছেলেটির আঙুলের দিকে হাত বাড়ায়। তখন ছেলেটি কিছু একটা কানে কানে বলে ওঠে—সম্ভবত তাকে জানায় যে সামনে ভিডিও রেকর্ডিং চলছে। সঙ্গে সঙ্গে Aruzhan হাত সরিয়ে নিয়ে আরামে বসে পড়ে। তারপর ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকায়। কিন্তু তখনও তার চোখ ছেলেটির দিকেই।
সম্ভবত ছেলেটি বলে সে পরের স্টেশনে নেমে যাবে। এরপর দু’জনের মধ্যে করমর্দন হয়। তারপর ধীরে ধীরে Aruzhan মাথা রেখে দেয় ছেলেটির কাঁধে। হাত ধরে হাসতে হাসতে সময় কাটাতে দেখা যায় দু’জনকে। ছেলেটি তখনও ক্যামেরার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে থাকে।
এই ভিডিওর মাধ্যমে অনেকেই বলছেন, এটা হয়তো সাজানো একটি ভিডিও। তবে এই মুহূর্তে ইন্টারনেটে এই ভিডিও নিয়ে ব্যাপক চর্চা চলছে। অনেকে বলছেন এটি মজার, কেউ বলছেন অনুচিত। তবে ভাইরাল হয়েছে ঠিকই।