গত ২৩ অগাস্ট দানবাক্স থেকে সব অনুদানগুলি নিয়ে বসেছিলেন মন্দিরের কর্তৃপক্ষ। তখনই দেখা মিলল এই আশ্চর্য চেকের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধান আধিকারিক ত্রিনাধ রাওকে। ভেরিফিকেশনের জন্য সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে পাঠানো হয় এই চেক। জানা যায়, যেই অ্যাকাউন্ট থেকে এই চেক ইস্যু করা হয়েছে, সেখানে মাত্র ১৭ টাকা পড়ে।
advertisement
দাতাকে শনাক্ত করার অনুরোধ জানিয়ে ব্যাঙ্ককে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছে মন্দির কর্তৃপক্ষ। সূত্রের খবর, দাতা যদি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা করার জন্য এমন কাজ করে থাকেন, তবে ব্যাঙ্ককে তার বিরুদ্ধে চেক বাউন্সের মামলা করার জন্য অনুরোধ করা যেতে পারে।
advertisement
এই চেকের ছবি পরে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কেউ হেসে কুটিপাটি, কেউ বা রেগে আগুন। ভক্তের শখ এবং সাধ্যের ফারাক দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 27, 2023 12:24 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Visakhapatnam Temple Devotee : কোথায় শখ, আর কোথায় সাধ্য! অ্যাকাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি!