TRENDING:

Visakhapatnam Temple Devotee : কোথায় শখ, আর কোথায় সাধ্য! অ্যাকাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি!

Last Updated:

Visakhapatnam Temple Devotee : ভেরিফিকেশনের জন্য সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে পাঠানো হয় এই চেক। জানা যায়, যেই অ্যাকাউন্ট থেকে এই চেক ইস্যু করা হয়েছে, সেখানে মাত্র ১৭ টাকা পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশাখাপত্তনাম: অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে ভক্তের কাণ্ডে চক্ষু চড়কগাছ নেটপাড়া থেকে মন্দির কর্তৃপক্ষের। ভক্তের রহস্যময় অনুদান দেখে কোথাও হাসির রোল, কোথাও আবার ক্ষোভ। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের দানবাক্সে মিলল ১০০ কোটি টাকার একটি চেক। ব্যাঙ্কে পাঠাতে জানা গেল, সেই ভক্তের অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা পড়ে রয়েছে!
কাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি
কাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি
advertisement

গত ২৩ অগাস্ট দানবাক্স থেকে সব অনুদানগুলি নিয়ে বসেছিলেন মন্দিরের কর্তৃপক্ষ। তখনই দেখা মিলল এই আশ্চর্য চেকের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রধান আধিকারিক ত্রিনাধ রাওকে। ভেরিফিকেশনের জন্য সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে পাঠানো হয় এই চেক। জানা যায়, যেই অ্যাকাউন্ট থেকে এই চেক ইস্যু করা হয়েছে, সেখানে মাত্র ১৭ টাকা পড়ে।

advertisement

দাতাকে শনাক্ত করার অনুরোধ জানিয়ে ব্যাঙ্ককে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছে মন্দির কর্তৃপক্ষ। সূত্রের খবর, দাতা যদি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে প্রতারণা করার জন্য এমন কাজ করে থাকেন, তবে ব্যাঙ্ককে তার বিরুদ্ধে চেক বাউন্সের মামলা করার জন্য অনুরোধ করা যেতে পারে।

আরও পড়ুন: দেশের ৫০ জনে হাওড়ার স্কুলের প্রধানশিক্ষক! রাষ্ট্রপতির থেকে জাতীয় শিক্ষক সম্মান পাবেন ড. চন্দন মিশ্র

advertisement

এই চেকের ছবি পরে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কেউ হেসে কুটিপাটি, কেউ বা রেগে আগুন। ভক্তের শখ এবং সাধ্যের ফারাক দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Visakhapatnam Temple Devotee : কোথায় শখ, আর কোথায় সাধ্য! অ্যাকাউন্টে পড়ে ১৭ টাকা, মন্দিরে ভক্ত দান করলেন ১০০ কোটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল