বিয়ে বাড়ি (Indian weddings) মানেই হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনার সমাহার। নানা বিয়ে বাড়িতে নানা ধরণের ঘটনা ঘটে। বলা ভাল, বিয়ে বাড়িতে কিছু একটা না ঘটলে তা সেই বিয়েবাড়ি যেন অসম্পূর্ণ থেকে যায়। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় (social media) বহুল ব্যবহারে বেশ কিছু ঘটনা সামনে চলে যায়। বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে যায়। তেমনই ফের বিয়ে বাড়ির এক আজব ঘটনা সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে।
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে, বরকে পাশে বসিয়ে হুশ করে গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছেন নতুন কনে। সকলে হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। জানা গিয়েছে, কনে নিজের গাড়ি চালিয়ে পৌঁছে যান শ্বশুড়বাড়িতে। আজ থেকে কয়েকবছর আগেও এই দৃশ্য ছিল খুবই অচেনা।
আরও পড়ুন: শিম্পাঞ্জির সঙ্গে উত্তাল প্রেম! মহিলার চিড়িয়াখানায় প্রবেশে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের, ভাইরাল...
তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। তার ওপর সোশ্যাল মিডিয়ার বহুল ব্যবহার। সব মিলিয়ে এই ছবি আজকাল হামেশাই দেখা যায়। কিন্তু এই নতুন দম্পতির কাছে এই ঘটনা অন্যদের তুলনায় কিছুটা হলেও আলাদা। কারণ যে ভিডিও ভাইরাল হয়েছে সেটি কাশ্মীরের।
জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের বারামুলায় দু'দিন আগে সাত পাকে বাঁধা পড়েন এই দম্পতি। বর এবং কনে দু'জনেই কাশ্মীরের বাসিন্দা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফৈয়াজ নামে এক ব্যক্তি। ইতিমধ্যেই হাজার হাজার নেটাগরিক ভিডিওটি দেখেছেন এবং বর-কনের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।