গুজরাতের ভাতারে অবস্থিত ‘মৈত্রী’ বাংলোয় পা রাখার পরেই দেখা যাবে দুই বন্ধুর মৈত্রীর ছবি। বাবা-মা, নাতি-নাতনি এবং প্রপৌত্র -প্রপৌত্রীরা ৮০ বছর ধরে এই বাড়িতে বসবাস করছেন। সবকিছু শুরু হয়েছিল ১৯৪০ সালে। দুই ছেলে বিপিন এবং গুণবন্তের দেখা হয়েছিল একটি সরকারি স্কুলে। তাদের বাড়ি ছিল , তাই তাঁরা একসঙ্গেই স্কুলে যেত। শৈশবে তাঁরা কখনও ভাবেননি যে তাঁদের বন্ধুত্ব পরম্পরা-বাহিত হবে।
advertisement
স্বাধীনতার পর তাঁরা দুজনেই পুনের কৃষি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়তেন। স্নাতক শেষ করার পর তারা দুজনেই সুরাটে ফিরে আসেন। একটি সাধারণ মাটির ঘরেই থাকতেন। কিন্তু বিয়ে করে পরিবার গড়ে তোলার পরেও তাঁরা কখনও আলাদা থাকার কথা ভাবেনি। বিপিনের ছেলে গৌতম দেশাই (৭০) এবং গুণবন্তের ছেলে পরিমল দেশাই (৬৩) বন্ধুত্বের এই উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গৌতম বলেন, ‘খুব কম লোকই জানত যে আমাদের বাবারা বন্ধু। বেশিরভাগ মানুষই তাঁদের ভাই মনে করত।‘ গৌতমের স্ত্রী জানভি এবং পরিমলের স্ত্রী তৃপ্তি এই পারিবারিক বন্ধন বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।