তবে এই মন্দির কিন্তু ভারতে নয়, বরং তা রয়েছে ইন্দোনেশিয়ায়। আসলে ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও বহু হিন্দু মন্দির রয়েছে। যা নিয়ে বহুল প্রচলিত কাহিনীও রয়েছে। সেই সঙ্গে এই সব মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে রহস্য। সেরকমই একটি মন্দির হল ইন্দোনেশিয়ার এই হিন্দু মন্দিরটি। সুনীল সাগরের বুকে বালি দ্বীপের মাঝে একটি উঁচু পাথরের উপর প্রায় ৬০০ বছর ধরে অবস্থান এই মন্দিরটির। এর নাম ‘তানাহ লট’। এই মন্দিরটি বালির সৈকতে নির্মিত সাতটি মন্দিরের একটি। এই মন্দিরগুলির একটি বিশেষত্ব রয়েছে। পর পর অবস্থিত এই সাতটি মন্দির একটির থেকে আর একটি স্পষ্ট ভাবে দৃশ্যমান।
advertisement
বর্তমানে ইন্দোনেশিয়া পর্যটনের নিরিখে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানকার সৌন্দর্য দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকদের সমাগম ঘটে। ফলে বালিতে বেড়াতে গেলে এই আশ্চর্য মন্দির এক বার চাক্ষুষ করে আসা যেতেই পারে।
তানাহ লট নামে এই মন্দিরকে বালির পৌরাণিক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করা হয়। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। প্রচলিত কাহিনী অনুসারে, ১৫ শতকে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন নিরার্থ নামে এক পুরোহিত। এই হিন্দু মন্দিরের সৌন্দর্য ও স্থাপত্যশৈলী ভাষায় প্রকাশ করা যায় না। এর সৌন্দর্য দেখতেও ভিড় করেন পর্যটকেরা। এমনকী এই মন্দিরের সম্পর্কে আরও একটি কাহিনীও প্রচলিত রয়েছে। তানাহ লট নামে এই মন্দিরটির সুরক্ষা করে চলেছে পাথরের নীচে বসবাসকারী শত শত বিষাক্ত সাপ। আবার মন্দিরের কিংবদন্তী অনুসারে, একটি বিশালাকার সাপ এই মন্দিরটিকে অশুভ আত্মা এবং অশুভ অনুপ্রবেশকারীর হাত থেকে মুক্ত রাখে।