TRENDING:

অতন্দ্র প্রহরায় শতাধিক বিষধর সাপ! এভাবেই সমুদ্রের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ৬০০ বছরের পুরনো মন্দির

Last Updated:

600 years old mysterious temple: তবে এই মন্দির কিন্তু ভারতে নয়, বরং তা রয়েছে ইন্দোনেশিয়ায়। আসলে ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও বহু হিন্দু মন্দির রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জাকার্তা: বিশ্বে এমন আশ্চর্য সব জায়গা রয়েছে, যা রীতিমতো শিহরণ জাগায়। কারণ সেই সব জায়গায় লুকিয়ে থাকে নানা চমকপ্রদ গল্পও। আজ এমনই এক ৬০০ বছরের পুরাতন এক মন্দিরের গল্পই বলব আমরা। সমুদ্রের একেবারে মাঝখানে অবস্থিত এই মন্দিরের বুকেই লুকিয়ে রয়েছে রহস্য। আর আশ্চর্যের বিষয় হল, এই মন্দিরকে রক্ষা করছেন স্বয়ং নাগদেবতারা! এমনটাই বিশ্বাস করা হয়।
অতন্দ্র প্রহরায় শতাধিক বিষধর সাপ! এভাবেই সমুদ্রের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ৬০০ বছরের পুরনো মন্দির
অতন্দ্র প্রহরায় শতাধিক বিষধর সাপ! এভাবেই সমুদ্রের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ৬০০ বছরের পুরনো মন্দির
advertisement

তবে এই মন্দির কিন্তু ভারতে নয়, বরং তা রয়েছে ইন্দোনেশিয়ায়। আসলে ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও বহু হিন্দু মন্দির রয়েছে। যা নিয়ে বহুল প্রচলিত কাহিনীও রয়েছে। সেই সঙ্গে এই সব মন্দিরের সঙ্গেই জড়িয়ে রয়েছে রহস্য। সেরকমই একটি মন্দির হল ইন্দোনেশিয়ার এই হিন্দু মন্দিরটি। সুনীল সাগরের বুকে বালি দ্বীপের মাঝে একটি উঁচু পাথরের উপর প্রায় ৬০০ বছর ধরে অবস্থান এই মন্দিরটির। এর নাম ‘তানাহ লট’। এই মন্দিরটি বালির সৈকতে নির্মিত সাতটি মন্দিরের একটি। এই মন্দিরগুলির একটি বিশেষত্ব রয়েছে। পর পর অবস্থিত এই সাতটি মন্দির একটির থেকে আর একটি স্পষ্ট ভাবে দৃশ্যমান।

advertisement

আরও পড়ুন- নামের আদ্যক্ষরেই লুকিয়ে থাকে ব্যক্তিত্ব ও সাফল্যের গোপন দিক! ‘J’ দিয়ে নাম শুরু হলে কেমন হবে জীবন?

বর্তমানে ইন্দোনেশিয়া পর্যটনের নিরিখে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানকার সৌন্দর্য দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকদের সমাগম ঘটে। ফলে বালিতে বেড়াতে গেলে এই আশ্চর্য মন্দির এক বার চাক্ষুষ করে আসা যেতেই পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তানাহ লট নামে এই মন্দিরকে বালির পৌরাণিক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করা হয়। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। প্রচলিত কাহিনী অনুসারে, ১৫ শতকে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন নিরার্থ নামে এক পুরোহিত। এই হিন্দু মন্দিরের সৌন্দর্য ও স্থাপত্যশৈলী ভাষায় প্রকাশ করা যায় না। এর সৌন্দর্য দেখতেও ভিড় করেন পর্যটকেরা। এমনকী এই মন্দিরের সম্পর্কে আরও একটি কাহিনীও প্রচলিত রয়েছে। তানাহ লট নামে এই মন্দিরটির সুরক্ষা করে চলেছে পাথরের নীচে বসবাসকারী শত শত বিষাক্ত সাপ। আবার মন্দিরের কিংবদন্তী অনুসারে, একটি বিশালাকার সাপ এই মন্দিরটিকে অশুভ আত্মা এবং অশুভ অনুপ্রবেশকারীর হাত থেকে মুক্ত রাখে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
অতন্দ্র প্রহরায় শতাধিক বিষধর সাপ! এভাবেই সমুদ্রের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ৬০০ বছরের পুরনো মন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল