৭৪ বছরের সুখলাল লোহার, দীর্ঘদিন ধরে হাঁপানির রোগে ভুগছিলেন। শেষ এক সপ্তাহে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরিবার চিকিৎসার চেষ্টা করলেও ২ এপ্রিল রাত ১০:৩০-এ সুখলাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
স্বামীর মৃত্যুসংবাদ শুনে স্ত্রী পার্বতী-এর (৭০) অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং পরিবারের বারবার চেষ্টার পরও ৩ এপ্রিল সকাল ৬:৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। অনেকেই মনে করেন, স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন।
আরও পড়ুন: এক ট্রাক্টরকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রেম, তা গড়ায় বিয়েতে! তারপর যা হল…
বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসীর উপস্থিতিতে ঢাকঢোল বাজিয়ে তাঁদের শেষযাত্রা একসঙ্গে অনুষ্ঠিত হয়। একই চিতায় তাঁদের দেহ সৎকার করা হয়। এই ভালোবাসার বিদায়ে চোখ ভিজে যায় সবার।
গ্রামের প্রবীণরা ও পরিবারের সদস্যরা জানান, সুখলাল ও পার্বতী দেবীর দাম্পত্যজীবন ছিল ভালোবাসা, ত্যাগ ও একতার এক অনন্য উদাহরণ। তাঁদের একসাথে মৃত্যুর ঘটনা গোটা গ্রামে শোকের ছায়া ফেলেছে এবং এই ঘটনার স্মৃতি সবার মন ছুঁয়ে গেছে।