TRENDING:

52 Years Love Story: মৃত্যুও পারল না...৫২ বছরের পথ চলা শেষ! অন্তিম বিদায়-এও এক চিতায় একসঙ্গে বৃদ্ধ-বৃদ্ধা, জানুন...

Last Updated:

52 Years Love Story: উদয়পুরের বদরানায় ৫২ বছরের দাম্পত্যজীবন শেষে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন সুখলাল ও পার্বতী। তাঁদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে একই চিতায় শেষযাত্রা সম্পন্ন হয়...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উদয়পুর: উদয়পুর জেলার ঝাড়োল ব্লকের বদরানা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে ৫২ বছরের দাম্পত্যজীবন শেষে মাত্র আট ঘণ্টার ব্যবধানে প্রাণ হারালেন এক স্বামী ও তাঁর স্ত্রী। স্ত্রী যেন সহ্যই করতে পারলেন না স্বামীর মৃত্যু, শেষযাত্রাও হলো একসাথে, একই চিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃত্যুও পারল না...৫২ বছরের পথ চলা শেষ! শেষ বিদায়-এও এক চিতায় একসঙ্গে বৃদ্ধ-বৃদ্ধা, জানুন...
মৃত্যুও পারল না...৫২ বছরের পথ চলা শেষ! শেষ বিদায়-এও এক চিতায় একসঙ্গে বৃদ্ধ-বৃদ্ধা, জানুন...
advertisement

৭৪ বছরের সুখলাল লোহার, দীর্ঘদিন ধরে হাঁপানির রোগে ভুগছিলেন। শেষ এক সপ্তাহে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরিবার চিকিৎসার চেষ্টা করলেও ২ এপ্রিল রাত ১০:৩০-এ সুখলাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: কোন পাখির ডিম সেদ্ধ করলে তা একবারে স্বচ্ছ হয়ে যায় জানেন? উপর থেকেই দেখতে পাবেন হলুদ কুসুম! ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তর…

advertisement

স্বামীর মৃত্যুসংবাদ শুনে স্ত্রী পার্বতী-এর (৭০) অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং পরিবারের বারবার চেষ্টার পরও ৩ এপ্রিল সকাল ৬:৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়। অনেকেই মনে করেন, স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন।

আরও পড়ুন: এক ট্রাক্টরকে কেন্দ্র করে শুরু হয়েছিল প্রেম, তা গড়ায় বিয়েতে! তারপর যা হল…

advertisement

বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসীর উপস্থিতিতে ঢাকঢোল বাজিয়ে তাঁদের শেষযাত্রা একসঙ্গে অনুষ্ঠিত হয়। একই চিতায় তাঁদের দেহ সৎকার করা হয়। এই ভালোবাসার বিদায়ে চোখ ভিজে যায় সবার।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গ্রামের প্রবীণরা ও পরিবারের সদস্যরা জানান, সুখলাল ও পার্বতী দেবীর দাম্পত্যজীবন ছিল ভালোবাসা, ত্যাগ ও একতার এক অনন্য উদাহরণ। তাঁদের একসাথে মৃত্যুর ঘটনা গোটা গ্রামে শোকের ছায়া ফেলেছে এবং এই ঘটনার স্মৃতি সবার মন ছুঁয়ে গেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
52 Years Love Story: মৃত্যুও পারল না...৫২ বছরের পথ চলা শেষ! অন্তিম বিদায়-এও এক চিতায় একসঙ্গে বৃদ্ধ-বৃদ্ধা, জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল