TRENDING:

বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে, দুই সন্তানের মা ৫০ বছর বয়সি ডিভোর্সির সহবাস ২৫ বছরের তরুণের সঙ্গে

Last Updated:

Relationship: অ্যালেক্সের চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়া আটকাতে পারলেন না রাচেল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মনের মানুষের খোঁজে ডেটিং অ্যাপে এসেছিলেন ৪৮ বছর বয়সি ডিভোর্সি মহিলা৷ শেষে অনলাইনে এসে দুই সন্তানের মা ভার্চুয়াল প্রেমে পড়লেন এমন এক তরুণের যিনি তাঁর থেকে বয়সে ২৩ বছরের ছোট৷
অ্যালেক্সের চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়া আটকাতে পারলেন না রাচেল
অ্যালেক্সের চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়া আটকাতে পারলেন না রাচেল
advertisement

২০২০ সালের সেপ্টেম্বর মাসে বিয়ে ভেঙে যায় দুই সন্তানের মা রাচেল কোডেলের৷ এর পর তিনি ডেটিং অ্যাপের দ্বারস্থ হন৷ প্রথম দিকে অভিজ্ঞতা ছিল যথেষ্ট তিক্ত ৷ অশ্লীল প্রস্তাবও পেয়েছেন একাধিক৷ কিছু দিন পর তাঁর সঙ্গে আলাপ হয় ২৩ বছর বয়সি অ্যালেক্স মাইকেলের সঙ্গে৷ টেক্সাসের বাসিন্দা রাচেল কোনওদিন ভাবতেই পারেননি প্রায় অর্ধেক বয়সি তরুণের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হতে পারে৷ তবে তাঁকে চমকে দিয়েই জীবন অন্য গল্প লিখল৷ ক্রমে দু’জনের মধ্যে জমে উঠল চ্যাটিং৷ শেষে অ্যালেক্সের চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়া আটকাতে পারলেন না রাচেল৷

advertisement

আরও পড়ুন : 'জল বাড়ছে’ আর্ত চিৎকারে শুনেই নদীতে ঝাঁপ, ১২ জনের প্রাণ বাঁচিয়ে মালবাজারে নায়ক মামা-ভাগ্নে

চ্যাটিংয়ের পাশাপাশি ক্রমে বাড়ল ফোনালাপও৷ একদিন রাচেল আবিষ্কার করলেন অ্যালেক্সের কণ্ঠস্বরও যৌন আবেদন পূর্ণ৷ তাছাড়া ওয়েবসাইট ক্রিয়েটর অ্যালেক্সের সঙ্গে তাঁর মানসিকতারও প্রচুর সাদৃশ্য আছে বলে জানান রাচেল৷ তাই প্রেম জমাট হতে দেরি হয়নি৷ অন্যদিকে অ্যালেক্সের মতে, রাচেলকে দেখে মনেই হয় না তাঁর বয়স এখন চল্লিশ পেরিয়েছে৷ প্রেমিকার ব্যক্তিত্বেও মুগ্ধ এই তরুণ৷

advertisement

আরও পড়ুন :  মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অ্যালেক্সের সঙ্গে সামনাসামনি আলাপ করার জন্য টেক্সাস থেকে রাচেল পাড়ি দেন নিউইয়র্ক৷ তার পর দু’জনে মায়ামি, অস্টিন-সহ একাধিক জায়গায় ঘুরে বেড়ান৷ ভ্রমণে আরও কাছাকাছি আসেন তাঁরা৷ আরও জমাট বাঁধে প্রেম ও সম্পর্ক, দুই-ই৷ গত বছরের গোড়ায় তাঁরা লিভ ইন শুরু করেন অস্টিনে৷ রাচেলের পরিবার এই সম্পর্ক মেনে নিয়েছে৷ কিন্তু অ্যালেক্সের পরিজনরা এখনও সম্মতি দেননি৷ তাঁরা এই বয়সের দূরত্ব কিছুতেই মানতে পারছেন না৷ রাচেল এখন ৫০ বছর বয়সি৷ প্রেমিকের বয়স ২৫ বছর৷ বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে, দুই সন্তানের মা ৫০ বছর বয়সি ডিভোর্সির সহবাস ২৫ বছরের তরুণের সঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল