TRENDING:

শিব পুজোর দিন বেলপাতার এই ৫ ব্যবহারে ফিরে যাবে আপনার ভাগ্য!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমবার শিব পুজো। তার আগে জেনে-নিন এই দিন বেলপাতাকে কিভাবে ব্যবহার করবেন। বেলপাতা যে শিবের সবচেয়ে পছন্দের তা তো আর বলার দরকার পড়ে না! বেলপাতা ছাড়া শিব পুজো হয় না।photo source collected
advertisement

সোমবার শিবের মাথায় বেল পাতা দিন। বেলপাতা শিবের মাথায় দেওয়ার আগে ভাল করে জলে ধুঁয়ে নিন। তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন।photo source collected

advertisement

বেলপাতা শিবের মাথায় দেওয়ার আগে ভাল করে চন্দন বেঁটে পাতায় লাগান।photo source collected

শিব পুজোর দিন সকালে এক বাটি দুধে বেলপাতা ভিজিয়ে রাখুন। তারপর সেই পাতা শিবের মাথায় দিন। পাতা তুলে নেওয়ার পর সেই দুধটাই বাবার মাথায় দিন।photo source collected

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুজোর দিন সকালে সূর্য ওঠার আগে বেলপাতা তুলুন। এবং একটা বেলপাতা বাড়ির পূব দিকে রেখে দিন। এতে শিবের শুভ দৃষ্টি পড়বে আপনার বাড়িতে।photo source collected

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শিব পুজোর দিন বেলপাতার এই ৫ ব্যবহারে ফিরে যাবে আপনার ভাগ্য!