TRENDING:

Accident Viral Video: ২ যুবককে টেনে-হিঁচড়ে ছুটছে ট্রাক! থামার বদলে আরও বাড়ল গতি! আগ্রার দুর্ঘটনার এই ভিডিও ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর, দেখুন...

Last Updated:

Bone Chilling Accident Viral Video : ট্রাকের আওয়াজ সঙ্গে দুই যুবকের 'বাঁচাও বাঁচাও' আর্তনাদ। এমন ঘটনা দেখে আশপাশের মানুষ ছুটে আসেন। তাঁরাই জোর করে ট্রাক থামান। চালক ট্রাক থামানোর বদলে গতি আরও বাড়িয়ে দেন। ট্রাকের নীচে আটকে পড়েন দুই যুবক। এভাবেই টেনে হিঁচড়ে প্রায় ৩০০ মিটার নিয়ে যান চালক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আগ্রাঃ রাস্তা দিয়ে তীব্র গতিতে ছুটে চলেছে ক্যান্টার ট্রাক। নীচে আটকে ২ যুবক। আতঙ্কে চিৎকার করছেন তাঁরা। কিন্তু চালকের কোনও হেলদোল নেই। ট্রাক তিনি থামাননি। উল্টে গতি আরও বাড়িয়ে দিয়েছেন। দুই যুবককে ঘষটাতে ঘষটাতেই রাজপথ ধরে ছুটছে ট্রাক। ট্রাকের আওয়াজ সঙ্গে দুই যুবকের ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ। এমন ঘটনা দেখে আশপাশের মানুষ ছুটে আসেন। তাঁরাই জোর করে ট্রাক থামান। গাড়ির নীচ থেকে দুই যুবককে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চালককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটি।
News18
News18
advertisement

জানা গিয়েছে, দুই যুবক আগ্রার নুনহাই এলাকার বাসিন্দা। রবিবার রাত ১১টা নাগাদ কারখানা থেকে রামবাগের দিকে ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। পিছন থেকে এসে ধাক্কা মারে ক্যান্টার ট্রাক। চালক ট্রাক থামানোর বদলে গতি আরও বাড়িয়ে দেন। ট্রাকের নীচে আটকে পড়েন দুই যুবক। এভাবেই টেনে হিঁচড়ে প্রায় ৩০০ মিটার নিয়ে যান চালক।

advertisement

আরও পড়ুনঃ টার্ম ইনস্যুরেন্স, লাইফ ইনস্যুরেন্সয়ের পার্থক্য জানেন? কোন পলিসি, কার জন্য কতটা উপকারী? বছরের শুরুতেই জেনে ইনভেস্ট করুন

চাতরা পুলিশের স্টেশন ইন্সপেক্টর প্রমোদ কুমার পিটিআই-কে বলেন, “দূর্ঘটনার পর দুই যুবককে ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল ক্যান্টার ড্রাইভার। স্থানীয়রা কোনওরকমে গাড়ি থামিয়ে যুবকদের উদ্ধার করেন।” জখম ২ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে স্টেশন ইন্সপেক্টর প্রমোদ কুমার বলেন, “চিকিৎসার জন্য দুই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনেই আপাতত চিকিৎসাধীন। তবে অবস্থা স্থিতিশীল। ভয়ের কিছু নেই। ড্রাইভারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিও।”

advertisement

ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে দানবের গতিতে ট্রাক ছুটছে। আর নীচে আটকে রয়েছে দুই যুবক। সাহায্য চেয়ে চিৎকার করছেন তাঁরা। এক বাইক চালক পাশ দিয়ে যাওয়ার সময় এই ভিডিও করেন বলে দাবি করা হয়েছে। এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। ট্রাক চালককে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি উঠছে। কেউ কেউ আরও কড়া ট্র্যাফিক রুল আনার কথাও লিখেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এক সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, “মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা! এই চালককে ছাড়বেন না। কঠোর শাস্তি দিন।” আরও এক নেটিজেন সরকারের কাছে কঠোর ট্র্যাফিক রুলের আবেদন জানিয়ে লিখেছেন, “আরও কড়া ট্র্যাফিক আইন আনতে হবে। এই ধরণের চালকরা যাতে বাঁচতে না পারেন।” আরেকজন লিখেছেন, “প্রাণ হাঁতে নিয়ে রাস্তায় বেরতে হয়। কখন যে কী হয়ে যাবে কেউ জানে না।”

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Accident Viral Video: ২ যুবককে টেনে-হিঁচড়ে ছুটছে ট্রাক! থামার বদলে আরও বাড়ল গতি! আগ্রার দুর্ঘটনার এই ভিডিও ভয়ঙ্করের চেয়েও ভয়ঙ্কর, দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল