জানা গিয়েছে, দুই যুবক আগ্রার নুনহাই এলাকার বাসিন্দা। রবিবার রাত ১১টা নাগাদ কারখানা থেকে রামবাগের দিকে ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। পিছন থেকে এসে ধাক্কা মারে ক্যান্টার ট্রাক। চালক ট্রাক থামানোর বদলে গতি আরও বাড়িয়ে দেন। ট্রাকের নীচে আটকে পড়েন দুই যুবক। এভাবেই টেনে হিঁচড়ে প্রায় ৩০০ মিটার নিয়ে যান চালক।
advertisement
চাতরা পুলিশের স্টেশন ইন্সপেক্টর প্রমোদ কুমার পিটিআই-কে বলেন, “দূর্ঘটনার পর দুই যুবককে ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল ক্যান্টার ড্রাইভার। স্থানীয়রা কোনওরকমে গাড়ি থামিয়ে যুবকদের উদ্ধার করেন।” জখম ২ যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে স্টেশন ইন্সপেক্টর প্রমোদ কুমার বলেন, “চিকিৎসার জন্য দুই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনেই আপাতত চিকিৎসাধীন। তবে অবস্থা স্থিতিশীল। ভয়ের কিছু নেই। ড্রাইভারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিও।”
ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে দানবের গতিতে ট্রাক ছুটছে। আর নীচে আটকে রয়েছে দুই যুবক। সাহায্য চেয়ে চিৎকার করছেন তাঁরা। এক বাইক চালক পাশ দিয়ে যাওয়ার সময় এই ভিডিও করেন বলে দাবি করা হয়েছে। এই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। ট্রাক চালককে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি উঠছে। কেউ কেউ আরও কড়া ট্র্যাফিক রুল আনার কথাও লিখেছেন।
এক সোশ্যাল মিডিয়া ইউজার লিখেছেন, “মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা! এই চালককে ছাড়বেন না। কঠোর শাস্তি দিন।” আরও এক নেটিজেন সরকারের কাছে কঠোর ট্র্যাফিক রুলের আবেদন জানিয়ে লিখেছেন, “আরও কড়া ট্র্যাফিক আইন আনতে হবে। এই ধরণের চালকরা যাতে বাঁচতে না পারেন।” আরেকজন লিখেছেন, “প্রাণ হাঁতে নিয়ে রাস্তায় বেরতে হয়। কখন যে কী হয়ে যাবে কেউ জানে না।”