জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। দিনটি সুন্দর কাটবে। আজ কোনও নতুন কাজে হাত দেওয়ার ইচ্ছে হতে পারে, সেটা ফেলে রাখবেন না। অন্তত খসড়াটুকু করে রাখুন। ভবিষ্যতে উপকার পাবেন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ কর্মোদ্যম আপনাকে ঘিরে থাকবে, নিজের খুঁতগুলোকেই আজ গুণে পরিণত করার চেষ্টা করলে দিনটা ভালো কাটবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ গুরুত্ব বুঝে সব কিছুর সময় সাজাতে হবে, তাহলেই দিনটা মসৃণ যাবে। সন্ধ্যায় প্রণয়ের সম্পর্ক গাঢ় হতে পারে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। অর্থোপার্জন অবশ্যই জরুরি, কিন্তু আজ তার পাশাপাশি পরিবারের সদস্যদের খেয়াল রাখতেও ভুলবেন না।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। সকালটা শুরু হবে খাটুনির মধ্যে দিয়ে, বেলা বাড়লে পরিশ্রমও বাড়বে। কিন্তু সন্ধ্যেটা মনের মানুষের সঙ্গে ভালো কাটবে।
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ আপনাকে সমালোচনার মুখে পড়তে হতে পারে। কিন্তু অন্যকে দেওয়া উপদেশ কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ সব কাজে বন্ধুদের সাহায্য পাবেন, তাই নতুন কোনও কাজ শুরু করতে চাইলে দিনটা মঙ্গলময় সাব্যস্ত হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। মন থেকে নেতিবাচক চিন্তা সরিয়ে পছন্দের কোনও জিনিসে ফোকাস করুন, সেখান থেকেই উন্নতি এবং ভালোবাসা আসবে জীবনে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ সারা দিনটা হুল্লোড় এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে; কর্মক্ষেত্র-পরিবার দুই দিকেই ভারসাম্য বজায় থাকবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে তার সঠিক বিনিয়োগও জরুরি।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনার নিজের চারিত্রিক দৃঢ়তা প্রমাণ করার দিন, শুধু নেতিবাচক চিন্তা মনে স্থান দেবেন না।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দিনটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গেলেও সন্ধ্যেটা সুন্দর হবে, দিনশেষে মনে কোনও আক্ষেপ থাকবে না।