পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রাজ্জাক মহম্মদ, বয়স ২০ বছর। পেশায় রং মিস্ত্রী ওই যুবক। বাড়ি ইসলামপুর থানার পুলডাঙ্গি এলাকায়। নিষিদ্ধপল্লীতে বিভিন্ন জায়গার থেকে মানুষের আনাগোনা । দুই দিন আগে সিকিম থেকে বাড়িতে না গিয়ে রাজ্জাক সোজা ইসলামপুরের নিষিদ্ধপল্লীর সীমা খাতুনের বাড়িতে উঠে। দুই দিন ধরে সেখানেই রাজ্জাক সেখানেই ছিল বলে জানা গিয়েছে। নিষিদ্ধপল্লীর এক যৌন কর্মীর ঘরে রাজ্জাকের ঝুলন্ত মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেওয়া হয় থানায়।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ রাজ্জাকের বাড়ির লোককে খবর দেয়। বাড়ীর লোক ঘটনাস্থলে এসে দেহ শনাক্ত করে। তাদের দাবী, রাজ্জাককে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে রাজ্জাকের পরিবারের সদস্যরা ইসলামপুরের ওই নিষিদ্ধপল্লীতে ছুটে আসে। মৃত রাজ্জাকের পরিবারের আরও দাবি এই নিষিদ্ধপল্লীতে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে আর যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য এই নিষিদ্ধপল্লীকে তুলে দিতে হবে। রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছেন, খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক সীমা সহ অন্যান্য যৌনকর্মীরা।