খবর পেয়ে রোজা ভেঙে রক্ত দিলেন পুরাতন মালদহের যুবক হামিদুল ইসলাম। জানা গিয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের স্টেশন পাড়ার বাসিন্দা কৃষ্ণা দাসগুপ্ত দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় অসুস্থ। সপ্তাহে দুইবার করে ডায়ালাইসিসের প্রয়োজন হয় তাঁর। ডায়ালাইসিসের জন্য মঙ্গলবার দুই ইউনিট বি পজেটিভ রক্তের প্রয়োজন ছিল। কিন্তু রক্তের সঙ্কট থাকায় মালদা মেডিক্যাল কলেজ থেকে প্রয়োজনীয় রক্ত পাওয়া যায়নি। এতে চরম দুশ্চিন্তায় পড়ে পরিবার।
advertisement
খবর জানার পর এগিয়ে আসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ছাত্র পুরাতন মালদহের বলাতলী গ্রামের যুবক হামিদুল। প্রায় নিজেই মোটরবাইক নিয়ে হাজির হন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রমজানে থাকা হামিদুল রোজা ভেঙে রক্ত কৃষ্ণা দেবীর জন্য রক্ত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। রক্ত দেওয়ার পর তিনি বলেন, পবিত্র রমজান মাসে মাতৃসম মহিলাকে রক্ত দিতে পেরে ভাল লাগছে। লকডাউন পরিস্থিতিতে যখন রক্তদান শিবির কার্যতঃ বন্ধ, ব্লাড ব্যাঙ্কে ভাড়ার কার্যতঃ শূন্য এই অবস্থায় হামিদুলের মানবিক ভূমিকায় খুশী হাসপাতাল কর্তৃপক্ষ। কৃতজ্ঞ অসুস্থ রোগীর পরিবারও।
Sebak Deb Sharma