বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে খুন। তার জেরে অগ্নিগর্ভ মালদহের ইংরেজবাজার থানার কুলদীপ মিশ্র কলোনি এলাকা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তদের বাড়িতে চলে ব্যাপক ভাঙচুর। পরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত, শনিবার। স্থানীয় বাসিন্দা গৌতম দাসের ভাগ্নীর বিয়ে চলছিল। অভিযোগ, সেসময় বিনা নিমন্ত্রণে বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করে স্থানীয় দুই দুষ্কৃতী মুকদ্দর চৌধুরী ও সিকন্দর চৌধুরী। ঘটনার প্রতিবাদে রুখে দাঁড়ান গৌতম দাসের ভাই অর্জুন।
advertisement
রবিবার সন্ধেয় বউভাতের নিমন্ত্রণে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল দাস পরিবারের সদস্যরা। সেসময় ফের চড়াও হয় মুকদ্দর, সিকন্দর ও তার দলবল। পরিবারের সকলের সামনেই ধারালো অস্ত্র দিয়ে অর্জুনকে কোপায় তারা। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিযে যাওয়া হলে মৃত বলে জানান চিকিসকরা।
খুনের ঘটনায় দুই ভাই মুকদ্দর ও সিকন্দর ছাড়াও ঝাটন নামে আরও এক দুষ্কৃতীর নাম উঠছে।