মালদহের সভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, 'বাংলায় ধোকা দিয়ে লভ জিহাদের ঘটনা ঘটছে৷ উত্তরপ্রদেশে আমরা এটা বন্ধ করতে আইন প্রণয়ন করেছি৷ কিন্তু তোষণের রাজনীতি করার জন্য এখানে তা বন্ধ করা হচ্ছে না৷ ভবিষ্যতে এর পরিণাম ভয়ঙ্কর হতে চলেছে৷ যে সরকার আপনাদের সুরক্ষা দিতে পারছে না, যে সরকার অপরাধীদের রক্ষা করে, যে কোনও ভাবে ক্ষমতায় থাকাই যে সরকারের উদ্দেশ্য, সেই সরকারের এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই৷' যোগীর আরও দাবি, বিজেপি রাজ্য়ে ক্ষমতায় এলে উত্তর প্রদেশের মতো বাংলাতেও লভ জিহাদ বিরোধী আইন চালু হবে৷
advertisement
এ দিন বিজেপি-র পরিবর্তন রথযাত্রায় অংশ নিতে মালদহে আসেন যোগী আদিত্যনাথ৷ তাঁর আরও অভিযোগ, তোষণের রাজনীতির জন্য রাজ্যে সিএএ প্রণয়ন করা নিয়ে বাধা দিচ্ছে তৃণমূল সরকার৷ রাজ্য সরকারের জন্যই বাংলার মানুষ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন যোগী৷
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় অবশ্য লভ জিহাদের তত্ত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন৷ তাঁর মতে, 'লভ জিহাদ নিয়ে বলা আদিত্যনাথের মতো সাম্প্রদায়িক রাজনীতিবিদদেরই মানায়৷ লভ জিহাদ সাম্প্রদায়িকদের আবিষ্কার করা একটা শব্দ৷ যদিও কোনও মুসলিম ছেলে হিন্দু মেয়েকে ভালবাসে বিয়ে করে তাহলে সেটার নাম ওরা দিয়ে দিচ্ছে লভ জিহাদ৷ এটা ভারতবর্ষের সংবিধানের বিরোধী৷ ভারতীয় সংবিধান অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও প্রাপ্তবয়স্ক মানুষই নিজের পছন্দ অনুযায়ী যে কোনও ধর্মের মানুষকে বিয়ে করতে পারেন৷ যোগী আদিত্যনাথরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে৷'