বুধবার কলকাতা-সহ একাধিক বিমানবন্দরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদযাপন করা হচ্ছে যাত্রী সেবা দিবস। সেবা, সংস্কৃতি এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে এবং যাত্রীদের সম্মান প্রদর্শনের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।
আরও পড়ুনঃ সাবধান! বাজার থেকে আসলের নামে ভেজাল হলুদ কিনছেন না তো! পুলিশের হাতে আটক ৬ মশলা কারবারি
advertisement
এদিন বিমানবন্দরে আসা সকল যাত্রীদের ভারতীয় পরম্পরা অনুযায়ী শুভেচ্ছা জানানো হয়। যাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল উত্তরবঙ্গের প্রাচীন সংস্কৃতি আদিবাসী নৃত্য। বিশেষ সহায়ক পরিষেবা, বৃক্ষরোপণ, লোকনৃত্য, শিশুদের ছবি আঁকা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাত্রীদের। শিক্ষার্থীদের বিমানবন্দরে চাকুরির ক্ষেত্রে কী কী করা প্রয়োজন তাও জানানো হয়।
AAI নির্দেশে বাগডোগরা বিমানবন্দরে উদযাপিত হল যাত্রী সেবা দিবস
আরও পড়ুনঃ অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে পেট, আর তারপরেই সব শেষ! কাঁকসায় গবাদি পশুদের রহস্যমৃত্যুতে আতঙ্ক
এদিন বিমানবন্দরের এই যাত্রী সেবায় খুশি বিভিন্ন রাজ্য থেকে আসা যাত্রীরা। বিমানবন্দরে উত্তরবঙ্গের প্রাচীন সংস্কৃতি আদিবাসী নৃত্য অনেকটাই মুগ্ধ করেছে বলে জানান যাত্রীরা। পরে বিমানবন্দরের নির্দেশক মহম্মদ আরিফ জানান, যাত্রীদের আতিথেয়তা করার পাশাপাশি তাদের কাছ থেকে একাধিক মতামত বিমানবন্দরের পরিষেবা এবং পরিবেশকে আরও উন্নত করবে।