মণিপুর থেকে সেগুলি বালুরঘাট হয়ে হিলি সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে, বালুরঘাট থানার ৫১২ জাতীয় সড়কের কলকলা খাঁড়ি এলাকা থেকে মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট ও Tydol100 ট্যাবলেট উদ্ধার হয়েছে।
নেশা হিসেবে বাংলাদেশে ইয়াবার চাহিদা প্রচুর, পাশাপাশি Tydol100 ট্যাবলেটটি নেশাকে দীর্ঘস্থায়ী করার জন্য খায় বলে জানা গিয়েছে। আন্তঃরাজ্য এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে ব্যাপারে পুলিশ তদন্তও শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: 'ঘটিবাটি সবই যাবে...' বিস্ফোরক দিলীপ ঘোষ! নিশানা করলেন কাকে? তীব্র আলোড়ন
প্রসঙ্গত, দিন দুই আগেই বাংলাদেশে পাচার হওয়ার আগে এসটিএফ এবং রাজারহাট থানার যৌথ হানায় একটি লরি ও একটি ৪০৭ গাড়ি ভর্তি ফেন্সিডেল ও মাদক ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়। ধৃতকে আজ বিধাননগর আদালতে তোলা হয়। ধৃতকে হেফাজতে নিয়ে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: আরব থেকে ফিরল স্বামী, দেখল সব আত্মসাৎ করে ফেলেছে স্ত্রী! বড়ঞার ঘটনা চোখ কপালে তুলে দেবে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাট থানার অন্তর্গত খড়িবেড়িয়া এলাকায় এসটিএফ এবং রাজারহাট থানার পুলিশ সমস্ত গাড়ি চেকিং করতে থাকে। সেই সময় একটি লরি ও একটি ৪০৭ গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৯০০ বোতল ফেনসিডিল ও মাদক ট্যাবলেট উদ্ধার হয়েছে।