TRENDING:

Woman returning from Oman dies at Bagdogra: ইউহান থেকে বাড়ি ফিরছিলেন মহিলা, বাগডোগরা বিমানবন্দরেই মর্মান্তিক পরিণতি

Last Updated:

মৃত মহিলার নাম স্মিতা প্রধান রাই (৪৫)৷ তাঁর বাড়ি মিরিকের শিওকে (North Bengal News)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাগডোগরা: ওমান থেকে ফেরার পথে রহস্যজনক ভাবে মৃত্যু হল মিরিকের বাসিন্দা এক মহিলার৷ এ দিন দুপুরে বাগডোগরা (Bagdogra Airport) বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল তাঁর৷ সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দরে নামার আগেই বিমানের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা যাত্রী৷ বিমান সংস্থার তরফেই তাঁকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
স্ত্রীর দেহ নিয়ে শোকস্তব্ধ স্বামী বিশাল রাই৷
স্ত্রীর দেহ নিয়ে শোকস্তব্ধ স্বামী বিশাল রাই৷
advertisement

জানা গিয়েছে, মৃত মহিলার নাম স্মিতা প্রধান রাই (৪৫)৷ তাঁর বাড়ি মিরিকের শিওকে৷ মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ওমানে পরিচারিকার কাজ করতেন তিনি৷ এ দিন ওমান থেকে শারজা, দিল্লি হয়ে বাগডোগরা পৌঁছনোর কথা ছিল তাঁর৷

আরও পড়ুন: মাটিতে পড়ে থাকা পেরেক গিলে কেলেঙ্কারি ৩ বছরের শিশুর, তার পর?

advertisement

স্মিতাদেবীর স্বামী জানিয়েছেন, বেলা সাড়ে এগারোটা নাগাদ তাঁর স্ত্রীর বাগডোগরায় পৌঁছনোর কথা ছিল৷ তাঁকে নিতে আসার জন্য স্বামীকে ফোন করেছিলেন স্নিতাদেবী৷ কিন্তু নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছেও স্ত্রীর দেখা পাননি বিশাল রাই৷ এর পর বিমানবন্দরে খোঁজ শুরু করেন তিনি৷ কিছুক্ষণ পর বিমানসংস্থার তরফে তাঁকে জানানো হয়, স্মিতাদেবীকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷ বিশাল রাই সেখানে পৌঁছলে চিকিৎসকরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আগেই মৃত্যু হয় স্মিতাদেবীর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিমানের মধ্যেই স্মিতাদেবীর মৃত্যু হয়েছে নাকি বিমান থেকে নামার পর, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ ময়নাতদন্তের জন্য স্মিতা প্রধান রাইয়ের দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং সম্ভাব্য সময় পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Woman returning from Oman dies at Bagdogra: ইউহান থেকে বাড়ি ফিরছিলেন মহিলা, বাগডোগরা বিমানবন্দরেই মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল