TRENDING:

চলন্ত ট্রেনেই চলছে প্রসব, জন্ম হল ফুটফুটে পুত্রসন্তানের...দেখুন ভিডিও

Last Updated:

ধূপগুড়ি স্টেশন ঢোকার আগে ট্রেনের মধ্যেই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন এক যাত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ধূপগুড়ি: ঝড়ের গতিতে ছুটছিল আগরতলা-হবিবপুর সাপ্তাহিক এক্সপ্রেস। স্টেশনে ঢোকার আগেই হঠাৎ থমকে গেল গতি। ধূপগুড়ি স্টেশন ঢোকার আগে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল ট্রেন। ব্যাপার কী? যান্ত্রিক গোলোযোগ? না, ট্রেনের মধ্যেই ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন এক যাত্রী।
advertisement

গুজরাতের নওদার বাসিন্দা রিঙ্কু দেবী। আগরতলা থেকে গুজরাতের হবিবপুর যাচ্ছিলেন। ট্রেনের মধ্যেই হঠাৎ শুরু হয় প্রসবযন্ত্রণা। ভিড়ে ঠাসা জেনারেল বগিতে কেউই খেয়াল করেননি। হঠা‍‍ৎই ভিড় ঠেলে এগিয়ে এলেন তিন সহযাত্রী। মহম্মদ সোহরাব, ত্রিভুবন সিং, সুবাদার গাদোয়া। কাপড় দিয়ে ঘিরে ধরলেন। ট্রেনের মধ্যেই জন্ম হল ফুটফুটে এক পুত্র সন্তানের।

পরপর দুবার চেন টেনেও কোনও লাভ হয়নি। বাধ্য হয়ে ট্রেনের জানলা দিয়েই চি‍ৎকার করে হাঁক পাড়েন সোহরাব। বেচাল বুঝতে পেরে ধূপগুড়ি স্টেশনে ঢোকার আগেই ট্রেন থামিয়ে দেন গার্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

তড়িঘড়ি ছুটে আসেন স্টেশনমাস্টার, আরপিএফ। খরব দেওয়া হয় চিকি‍ৎসককে। মা ও সন্তান সুস্থ আছে, ডাক্তারের আশ্বাস মেলার পর অবশেষে সবুজ পতাকা নাড়েন গার্ড শঙ্কর প্রসাদ। প্রায় দেড়ঘণ্টা পর ছাড়ে আগরতলা-হবিবপুর সাপ্তাহিক এক্সপ্রেস। গুজবের জেরে রাজ্যজুড়ে যখন অশান্তির আবহ, তার মধ্যেই সম্প্রীতির অনন্য নজির গড়লেন সোহরাব-ত্রিভুবন-সুবেদাররা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চলন্ত ট্রেনেই চলছে প্রসব, জন্ম হল ফুটফুটে পুত্রসন্তানের...দেখুন ভিডিও