TRENDING:

Extra Marital affair: জামাইয়ের পরকীয়া, হাতেনাতে ধরলেন শাশুড়ি! জুতোপেটা-মারধর, ধূপগুড়িতে তুলকালাম

Last Updated:

জামাই যে মেয়েকে ছেডে় অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই খবর কানে যায় যুবকের শাশুড়ির৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শেখ রকি চৌধুরী, ধূপগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন যুবক৷ কিন্তু স্বয়ং নিজের শাশুড়িই যে তার উপরে নজর রাখছেন, সম্ভবত তা টের পাননি তিনি৷ অসতর্কতার এই মাশুলও দিতে হল জামাই বাবাজীবনকে৷ প্রেমিকার সঙ্গে হাতেনাতে জামাইকে ধরলেন শাশুড়ি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়াল জলপাইড়গুড়ি জেলার ধূপগুড়িতে৷ শেষ পর্যন্ত পুলিশ এসে অভিযুক্ত জামাই এবং তাঁর প্রেমিকাকে উদ্ধার করে নিয়ে যায়৷

আরও পড়ুন: সঙ্গমের মাঝেই পুরুষ সঙ্গীর বুকে চেপে বসলেন গৃহবধূ, তার পর…! উত্তর প্রদেশে হাড় হিম করা ঘটনা

জানা গিয়েছে, ওই যুবত ধূপগুড়ির গাদং এলাকার বাসিন্দা৷ বিবাহিত হলেও ওই যুবকের সঙ্গে ধূপগুড়ি শহরের মধ্যপাড়ার বাসিন্দা এক মহিলার সম্পর্ক তৈরি হয়৷ বেশ কিছুদিন ধরে ধূপগুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই চায়ের দোকান খুলে বসেন দু জন৷

advertisement

জামাই যে মেয়েকে ছেডে় অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই খবর কানে যায় যুবকের শাশুড়ির৷ এ দিন বিকেলে তিনি সটান হাজির হন জামাই এবং তাঁর প্রেমিকার চায়ের দোকানে৷ সঙ্গে আসেন যুবকের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরাও৷ জামাইয়ের পরকীয়া হাতেনাতে ধরতেই শাশুড়ি এবং বাকিরা মিলে তাঁকে উত্তম মধ্যম দিতে শুরু করেন৷ মারধর করা হয় যুবকর প্রেমিকাকেও৷ শেষ পর্যন্ত ধূপগুড়ি থানার পুলিশ এসে দু জনকে উদ্ধার করার পর আটক করে নিয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই যুবক এবং তাঁর প্রেমিকা নিজেদের ভাই-বোন বলে দাবি করেছেন৷ এ দিন সব শুনে হতবাক এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারাও৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Extra Marital affair: জামাইয়ের পরকীয়া, হাতেনাতে ধরলেন শাশুড়ি! জুতোপেটা-মারধর, ধূপগুড়িতে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল