TRENDING:

Extra Marital affair: জামাইয়ের পরকীয়া, হাতেনাতে ধরলেন শাশুড়ি! জুতোপেটা-মারধর, ধূপগুড়িতে তুলকালাম

Last Updated:

জামাই যে মেয়েকে ছেডে় অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই খবর কানে যায় যুবকের শাশুড়ির৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শেখ রকি চৌধুরী, ধূপগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন যুবক৷ কিন্তু স্বয়ং নিজের শাশুড়িই যে তার উপরে নজর রাখছেন, সম্ভবত তা টের পাননি তিনি৷ অসতর্কতার এই মাশুলও দিতে হল জামাই বাবাজীবনকে৷ প্রেমিকার সঙ্গে হাতেনাতে জামাইকে ধরলেন শাশুড়ি৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তুমুল উত্তেজনা ছড়াল জলপাইড়গুড়ি জেলার ধূপগুড়িতে৷ শেষ পর্যন্ত পুলিশ এসে অভিযুক্ত জামাই এবং তাঁর প্রেমিকাকে উদ্ধার করে নিয়ে যায়৷

আরও পড়ুন: সঙ্গমের মাঝেই পুরুষ সঙ্গীর বুকে চেপে বসলেন গৃহবধূ, তার পর…! উত্তর প্রদেশে হাড় হিম করা ঘটনা

জানা গিয়েছে, ওই যুবত ধূপগুড়ির গাদং এলাকার বাসিন্দা৷ বিবাহিত হলেও ওই যুবকের সঙ্গে ধূপগুড়ি শহরের মধ্যপাড়ার বাসিন্দা এক মহিলার সম্পর্ক তৈরি হয়৷ বেশ কিছুদিন ধরে ধূপগুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই চায়ের দোকান খুলে বসেন দু জন৷

advertisement

জামাই যে মেয়েকে ছেডে় অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সেই খবর কানে যায় যুবকের শাশুড়ির৷ এ দিন বিকেলে তিনি সটান হাজির হন জামাই এবং তাঁর প্রেমিকার চায়ের দোকানে৷ সঙ্গে আসেন যুবকের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরাও৷ জামাইয়ের পরকীয়া হাতেনাতে ধরতেই শাশুড়ি এবং বাকিরা মিলে তাঁকে উত্তম মধ্যম দিতে শুরু করেন৷ মারধর করা হয় যুবকর প্রেমিকাকেও৷ শেষ পর্যন্ত ধূপগুড়ি থানার পুলিশ এসে দু জনকে উদ্ধার করার পর আটক করে নিয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই যুবক এবং তাঁর প্রেমিকা নিজেদের ভাই-বোন বলে দাবি করেছেন৷ এ দিন সব শুনে হতবাক এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারাও৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Extra Marital affair: জামাইয়ের পরকীয়া, হাতেনাতে ধরলেন শাশুড়ি! জুতোপেটা-মারধর, ধূপগুড়িতে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল