এলাকায় প্রচুর মানুষের সমাগম হয় ঘটনাকে ঘিরে।।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার ১৩ নং ওয়ার্ডের রায় কলোনি এলাকায়। স্থানীয় বাসিন্দা সবিনয় সাহা পেশায় চাকুলিয়া ব্লকের অস্থায়ী কর্মী। তার সঙ্গে ২০২২ সালে রায়গঞ্জ থানার টেনোহরি গ্রামের বাসিন্দা রচয়িতা সাহা বিবাহ হয়।
আরও পড়়ুন: পঞ্জাবের বিরুদ্ধে মহানাটক! জেতা ম্যাচ ফস্কে গেল গেল রাহানেদের, লজ্জার হার কলকাতার
advertisement
বিয়ের কিছু দিন পরে থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়। রচয়িতার অভিযোগ তিনি জানতে পারেন তার স্বামী সবিনয় সাহা আর একটি বিয়ে করে স্ত্রীকে বাড়িতেই রেখেছেন। খবর জানতে পেরে রচয়িতা এবং তাঁ মা স্বামীর বাড়িতে এলে স্বামী বাড়ির বাইরের গেটে তালা মেরে। পরে রচয়িতা কোনও ভাবে গেট টপকে এলে এবং স্বামীর সাথে কথা কাটাকাটি হয়।
আরও পড়ুন: মন্দারমণিতে ভয়ঙ্কর ঘটনা! কিশোরীর পায়ের উপর দিয়েই চালানো হল স্পিডবোট, আহত কিশোরী
অপর দিকে, সবিনয় সাহার দাবি বিয়ের পর থেকে বিভিন্ন কারণে তাঁদের মধ্যে অশান্তি চলছিল। তাঁর স্ত্রী অভিযোগ করেছেন, তিনি নাকি বিয়ে করেছে। যদিও সবিনয় সাহার দাবি, বিয়ের ঘটনা একেবারে মিথ্যা, যে মহিলা তাঁদের বাড়িতে আছে সে তাঁর মামাতো দাদার স্ত্রী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ সকলে থানায় নিয়ে গেলে পরিস্থিত স্বাভাবিক হয়।
