TRENDING:

Zoo: দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি... সাদা বাঘের আগমনে তুমুল উল্লাস... আর কে?

Last Updated:

দার্জিলিং চিড়িয়াখানায় একজোড়া সাদা বাঘ এবং একজোড়া সোনালী শিয়াল এল হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে। বিনিময়ে একজোড়া বেঙ্গল টাইগার এবং একজোড়া গোল্ডেন ফেজেন্ট , সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট , চির ফেজেন্ট দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং চিড়িয়াখানায় একজোড়া সাদা বাঘ এবং একজোড়া সোনালী শিয়াল এল হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে। বিনিময়ে একজোড়া বেঙ্গল টাইগার এবং একজোড়া গোল্ডেন ফেজেন্ট , সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট , চির ফেজেন্ট দেওয়া হয়েছে।
News18
News18
advertisement

কর্তৃপক্ষ জানিয়েছেন, সেখানে সাইবেরিয়ান টাইগার আগে থেকেই ছিল। এ বার সাদা রয়্যাল বেঙ্গল টাইগারও এল। জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, ‘‘নতুন বছরের আগে পর্যটকদের জন্য এই উপহার। হায়দরাবাদ থেকে ওই প্রাণীদের সড়কপথে আনা হয়েছে।’

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

প্রায় ৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানা। এটি ১৯৫৮ সালে তৈরি করা হয়েছিল। সরোজিনী নাইডুর মেয়ে পদ্মাজা নাইডুর নামেই চিড়িয়াখানার নামকরণ করা হয়। এখানে প্রাণীদের পাশাপাশি স্নো লেপার্ড, হিমালয় অঞ্চলের বিপন্ন প্রজাতির নেকড়ের  সফল কৃত্রিম প্রজনন করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Zoo: দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি... সাদা বাঘের আগমনে তুমুল উল্লাস... আর কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল