অনুপ সান্যাল, বালুরঘাট: শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে কোটি টাকার উপরে উদ্ধারের ঘটনায় বালুরঘাটে তল্লাশির পর রবিবার রাতে গঙ্গারামপুরে শিক্ষক অপূর্ব সরকারের বাড়িতেও তল্লাশি চালায় মোট ১ কোটি ৩৫ লক্ষ টাকা মতো উদ্ধার করল পুলিশ।
advertisement
বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে বেটিং চক্রের রমরমা দক্ষিণ দিনাজপুরে। অভিযানে নেমে পুলিশ বেশ কয়েকদিন আগে ১২ জনকে গ্রেফতার করে। তদন্তে পুলিশ এই চক্রের ৩ জনের হদিশ পায়। তাঁদের মধ্যে পিন্টু ঘোষ নামের গঙ্গারামপুরের হোটেল ব্যবসায়ী একজনকে গ্রেফতার করে কয়েক দিন আগে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অপূর্ব সরকার ও কুণাল দাস নামে বাকি দুই জনের নাম জানা যায়। এর পরেই পুলিশ সিকিমের গ্যাংটক থেকে অপূর্ব সরকার ও কুণাল দাসকে গ্রেফতার করে আনে।
গঙ্গারামপুরের নয়াবাজার হাই স্কুলের শিক্ষক অপূর্ব সরকারকে জেরা করে বালুরঘাটে রঘুনাথপুর এলাকায় অবস্থিত তার শ্বশুর বাড়িতে বেটিং-এর অর্থ লুকিয়ে রাখার কথা জানতে পারে। রবিবার সন্ধ্যায় বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় অপূর্বর শ্বশুর বাড়িতে হানা দিয়ে শোওয়ার ও ঠাকুর ঘরে লুকিয়ে রাখা এক কোটি ১৭ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।
এরপর রাতেই গঙ্গারামপুর শহরের কায়স্থ পাড়ায় অপূর্ব সরকারের বাড়ি থেকে প্রায় ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সোমবার দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, বেআইনি বেটিং চক্রের মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এক কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। চক্রের বাকিদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।