বাগডোগরার মুনি চা বাগানের ৩১ নং জাতীয় সড়কে ২টি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় গাঁজা! জানা গিয়েছে কোচবিহার থেকে বিহারে পাচারের আগেই তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে সাতটি প্যাকেট বন্দি ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঠিক এক সপ্তাহ সময় দিল কমিশন! বিহারে ঝড় তুলবেন নাকি ক্ষমা চাইবেন? রাহুল গান্ধির দিকে তাকিয়ে দেশ
advertisement
জানা গিয়েছে, শীতলকুচি থেকে কিষাণগঞ্জ হয়ে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। ঘটনাস্থলে গ্রেফতার জামিনুল মিয়া, অজয় বর্মন, অনিল নমো দাস, বিকাশ বর্মন ও জামিনুর মিয়া। ধৃতরা কোচবিহারের শীতলকুচির বাসিন্দা।
আরও পড়ুন: তৃণমূলের ‘মৃত্যুঘণ্টা’ বাজানোর হুঙ্কার শমিকের! দাবি, ‘সব বাধা গুঁড়িয়ে দিয়ে বাংলায় এসআইআর হবে’
ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি ওয়েস্ট দেবাশিস বোস জানান, মাদকের বিরুদ্ধে অভিযান লাগাতার চলছে, শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট করে অন্য রাজ্যের পাচারকারীরা ব্যবসা করছে।