হঠাৎই স্থানীয় মানুষ দেখেন, খড়ের আগুনে জ্বলন্ত দেহ থেকে বেরিয়ে আসছে রক্ত। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মালতীপুরে। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় হাজির হয়। দেহটি পুরুষ না মহিলার দেহ, তা এখনও স্পষ্ট নয়। খুন করে দেহ জ্বালিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনই সন্দেহ।
আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?
advertisement
যদিও স্থানীয়দের দাবি, মহিলার মৃতদেহ পোড়ানো হয়েছে বাগানে। মালদাহের চাচোল-২ ব্লক অফিসের কাছে সকালে এই ঘটনা নজরে পড়ে স্থানীয়দের। দূর থেকে ধোঁয়া এবং আগুন দেখে কাছে এসে চমকে ওঠেন স্থানীয়রা। খবর দেওয়া হয় চাচল থানার পুলিশকে।
আরও পড়ুন: বসের সঙ্গে সঙ্গম করতে হবে, স্ত্রীকে জোর করলেন স্বামী! না মানতেই তিন তালাক
আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় এলাকায়। পরে শরীরের নব্বই ভাগেরও বেশি পোড়া অবস্থায় উদ্ধার হয় দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।