এদিন ভোট গণনা শুরু হতেই ইলেকশন ডিউটি ভোট (ইডি)-এ নিজেদের ওয়ার্ড থেকে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী গৌতম দেব, সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যরা। কিন্তু যে শিলিগুড়ি নিয়ে বিজেপির এত আশা ছিল, সেখানে এখনও খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির। তবে, তাৎপর্যপূর্ণ ভাবে, শিলিগুড়িতে সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়ির ওয়ার্ড ২০ নম্বরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভয়া বোস। ১,৫৮০ ভোটে জয়ী হয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন: কেমন থাকবে বাংলার আবহাওয়া? থাকছে শীত নাকি আসছে বৃষ্টি?
একদিকে যেমন বামেদের হাত থেকে শিলিগুড়ি ছিনিয়ে নেওয়ার লড়াই চালাচ্ছে শাসক দল তৃণমূল, একই সঙ্গে শিলিগুড়িতে ভাল ফলের আশায় ছিল বিজেপি-ও৷ কারণ বিধানসভা ভোটের ফল অনুযায়ীও শিলিগুড়ি পুর এলাকায় এগিয়ে ছিল বিজেপি৷ কিন্তু ফলাফল যেদিকে এগোচ্ছে, বিজেপির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিকে, শিলিগুড়ির ৩৩ নম্বর থেকে জিতেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।
আরও পড়ুন: বাংলায় ৪ পুর নিগমের ফলাফল, কিন্তু আজই আরও বড় পরীক্ষায় নামছে তৃণমূল
যদিও সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেছিলেন, প্রয়োজনে শিলিগুড়িতে পুরবোর্ড গড়তে কংগ্রেসের সমর্থন নিতেও পিছপা হবে না বামেরা৷ প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী বামেদের পাশে দাঁড়াতে যে কংগ্রেস তৈরি, তা স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও৷ কিন্তু ট্রেন্ড যা বোঝা যাচ্ছে, এই প্রথম শিলিগুড়ি পুরবোর্ড তৈরি করতে চলেছে তৃণমূলই।