TRENDING:

পাহাড়ে অশান্তির জেরে এবার আর কলকাতায় পুজো দেখতে আসা হবে না সেখানকার কচিকাচাদের

Last Updated:

এবার কলকাতার পুজো দেখা হচ্ছে না পাহাড়ের ছোটদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাহাড়ে অশান্তির রেশ এবার উৎসবেও। প্রতিবছরই পাহাড়ের কচিকাচাদের কলকাতার দুর্গাপুজো দেখানোর ব্যবস্থা করে রামকৃষ্ণ মিশন। কিন্তু, এবারে সেই উদ্যোগ স্থগিত রাখতে বাধ্য হচ্ছে মিশন। যোগাযোগ ব্যবস্থার সমস্যা থেকে আর্থিক অনটন। সবমিলিয়ে এবার কলকাতার পুজো দেখা হচ্ছে না পাহাড়ের ছোটদের। হতাশ মিশন কর্তৃপক্ষ থেকে কচিকাচা সকলেই।
advertisement

পাহাড়ের চোখে সমতলের পুজো। এই স্লোগানেই গত তিন বছর ধরে দার্জিলিঙের ছোট ছোট বাচ্চাদের কলকাতায় এনে দুর্গাপুজো দেখাত রামকৃষ্ণ মিশন। অন্য পরিবেশে, নতুন অভ্যাসে পুজোর ক'দিন কলকাতায় পাহাড়ের কচিকাচারা কাটাত মহা আনন্দে। কিন্তু, এবার সেই যাত্রা হচ্ছে না।

গত কয়েক মাসে বারবার অশান্ত হয়েছে পাহাড়। জ্বলেছে আগুন। বাদ যায়নি দার্জিলিংয়ে রামকৃষ্ণ মিশনের রায় ভিলাও। দুষ্কৃতীদের হামলায় তছনছ নিবেদিতার স্মৃতি। আতঙ্ক পুরোপুরি কাটেনি। পাহাড়ের যোগাযোগ ব্যবস্থাও ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে তাই এবারে কলকাতায় পুজো পরিক্রমা হচ্ছে না।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাহাড়ে অশান্তির জেরে এবার আর কলকাতায় পুজো দেখতে আসা হবে না সেখানকার কচিকাচাদের