TRENDING:

Egiye Bangla: মহিলাদের হাঁস-মুরগি-শুয়োর বিলি, প্রাণিজ সম্পদ বিক্রি করে সংসারে আয় বাড়াচ্ছেন মহিলারা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাবলম্বী করতে উদ্যোগী রাজ্য সরকার। প্রাণীসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ধূপগুড়িতে মহিলাদের দেওয়া হয়েছে হাঁস-মুরগি-ছাগল-শুয়োর। প্রাণিজ সম্পদ বিক্রি করে সংসারে আয় বাড়াচ্ছেন মহিলারা। বন্ধ চা বাগানের মহিলারাও এর ফলে লাভবান হচ্ছেন।
advertisement

ঋণ বা সরকারি অনুদান পাইয়ে দেওয়া। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাবলম্বী করতে পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। সংসার খরচের ভার মহিলারা তুলে নিয়েছেন নিজেদের কাঁধেও। ধূপগুড়িতে মহিলাদের জন্য উদ্যোগী প্রাণীসম্পদ বিকাশ দফতর। বিডিও অফিস থেকে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন মহিলাকে দেওয়া হয়েছে শুয়োর, হাঁস, মুরগি, ছাগল। সম্প্রতি বিডিও অফিসে স্বনির্ভর গোষ্ঠীর একশ মহিলাকে হাঁসের ছানা বিলি করা হয়। ১০টি করে ক্যাম্পবেল হাঁসের ছানা দেওয়া হয়েছে প্রতি মহিলাকে। বিডিও অফিসে একটি সভা করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন প্রাণির স্বাস্থ্য নিয়ে সচেতনও করা হয়।

advertisement

উদ্যোগী প্রাণীসম্পদ বিকাশ দফতর

-------------------------------

- মহিলাদের হাঁস-মুরগি-শুয়োর-ছাগল বিলি

- প্রাণীদের পালন পদ্ধতি নিয়ে সচেতন করা হয়েছে

- পশু চিকিৎসকদের সাহায্য নেওয়া হচ্ছে

বন্ধ চা বাগান এলাকার মহিলাদের উপার্জনের রাস্তা খুলে দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের উদ্যোগে খুশি তাঁরাও। প্রশাসন ও পশু চিকিৎসকের সহায়তায় তাঁরাও প্রাণীদের সঠিক পদ্ধতিতে লালন পালন করছেন। প্রাণিজ সম্পদ বিক্রি করে সংসারে লাভের খাতা ভরাচ্ছেন মহিলারাই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

ধূপগুড়ি ব্লকের মোট দু’শটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে মুরগি,হাঁস‌, ছাগল ও শুয়োর দেওয়া হবে । প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে স্বচ্ছল হয়েছে প্রতিটি বাড়ি। অভাব কেটেছে চা বাগান এলাকার মহিলাদের সংসারে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Egiye Bangla: মহিলাদের হাঁস-মুরগি-শুয়োর বিলি, প্রাণিজ সম্পদ বিক্রি করে সংসারে আয় বাড়াচ্ছেন মহিলারা